সৌদি আরবের কোম্পানি ভিসা বেতন কত জেনে নিন

 

সৌদি আরবে বেশ কয়েকটি স্বনামধন্য কোম্পানি রয়েছে। প্রতিবছর এই কোম্পানিগুলো বিভিন্ন কাজের জন্য বিশ্বের অন্যান্য দেশগুলো থেকে শ্রমিক নিয়োগ দিয়ে থাকে। আর এইসব কোম্পানিতে কাজ করা একজন শ্রমিকের বেতন অনেক বেশি হয়ে থাকে। এছাড়াও এসব কোম্পানিতে কাজ করা শ্রমিকরা বেশি বেতনের পাশাপাশি অনেক ধরনের সুযোগ-সুবিধাও উপভোগ করে। আর তাইতো বর্তমানে বাংলাদেশ থেকে বেশিরভাগ মানুষ সৌদি আরবে কোম্পানি ভিসায় যেতে চাই। কিন্তু এদের মধ্যে বেশিরভাগ মানুষই সৌদি আরবের কোম্পানি ভিসা বেতন কত সে সম্পর্কে অবগত নয়। তাই আজকের এই নিবন্ধনটিতে আমরা সৌদি আরবের কোম্পানি ভিসার সাথে জড়িত সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব।

সৌদি আরবের কোম্পানি ভিসা বেতন কত
আপনি যদি কোম্পানি ভিসায় সৌদি আরব যেতে চান, তাহলে আপনার অবশ্যই সৌদি আরবের কোম্পানি ভিসা বেতন কত তা জেনে রাখা দরকার। কারণ বর্তমানে বেশিরভাগ দালাল ও এজেন্সির লোকেরা সৌদি আরবের কোম্পানি ভিসার বেতন সম্পর্কে ভুল তথ্য দিয়ে থাকে। এরা সব সময় আপনাকে বেশি বেতনের তথ্য দেবে যাতে আপনার কাছ থেকে এরা ভিসার জন্য বেশি টাকা নিতে পারে। তাই সবার সৌদি আরবের কোম্পানি ভিসা বেতন সম্পর্কে সঠিক তথ্য জেনে সতর্ক থাকা উচিত।

সৌদি আরবের কোম্পানি নাম

সৌদি আরবের কোম্পানি ভিসা বেতন কত এ সম্পর্কে জানার পূর্বে আমাদের সকলের আগে সৌদি আরবের কোম্পানির নামগুলো সম্পর্কে অবগত থাকা দরকার। তাই এ পর্যায়ে আমরা নিম্নে সৌদি আরবে ক্ষেত্র ভেদে সেরা ১০ টি করে কোম্পানির নাম তালিকা করে তুলে ধরলাম। 

সৌদি আরব মধ্যপ্রাচ্যের এক ধনী ও প্রগতিশীল রাষ্ট্র হিসেবে বিশ্বের বাণিজ্য ও শিল্প ক্ষেত্রে এক শীর্ষস্থান দখল করে আছে। এই দেশটি মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক কেন্দ্র বিন্দু এবং বিশ্বের বৃহত্তম তেল রিজার্ভের দেশ হিসেবে পরিচিত। এই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হলো তেল এবং গ্যাসের বিপুল ভান্ডার, যা বিশ্বব্যাপী সকল দেশের শক্তির চাহিদা মেটাতে অবিচ্ছেদ্য ভূমিকা রাখে। গ্যাস ও তেলের উপর নির্ভরশীল এই দেশটি বর্তমান সময়ে তাদের দেশের অর্থনীতিকে আরো বৈচিত্রময় করার দিকে মনোযোগী হয়ে উঠেছে। 

আরো পড়ুনঃ সৌদি আরবের ফ্রি ভিসার বেতন কত

তাইতো তাদের দেশে অবস্থিত বিভিন্ন কোম্পানি প্রতিবছর বাইরের দেশ থেকে হাজার হাজার শ্রমিক নিয়োগ দিচ্ছে। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী এই দেশটিতে বিভিন্ন ক্যাটাগরির কোম্পানি রয়েছে। আপনাদের মাঝে যারা সৌদি আরবে কোম্পানি ভিসা নিয়ে যেতে চান তাদের অবশ্যই সৌদি আরবের কোম্পানিগুলোর নাম সেক্টর অনুযায়ী জানা উচিত। নিম্নে সেক্টর অনুযায়ী সৌদি আরবের সেরা ১০ টি করে কোম্পানির নাম তালিকা আকারে তুলে ধরা হলো।

সৌদি আরবের ১০টি জনপ্রিয় তেল ও গ্যাস কোম্পানির নাম

  1. সৌদি আরামকো (Saudi Aramco)
  2. সৌদি কায়ান
  3. লুবরেফ (Luberef)
  4. সৌদি অ্যারামকো জিডি
  5. রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড
  6. সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (SABIC)
  7. ইয়ানবু অ্যারামকো সিনোপেক রিফাইনিং কোম্পানি
  8. আরবিয়ান পেট্রোকেমিক্যাল কোম্পানি
  9. পেট্রো রাবিঘ (Petro Rabigh)
  10. চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশন (CNPC)

সৌদি আরবের ১০টি টেলিকমিউনিকেশন কোম্পানির নাম

  1. STC Group (এসটিসি গ্রুপ)
  2. Zain KSA (জেইন কেএসএ)
  3. Haraj (হারাজ)
  4. STC Solutions (এসটিসি সলুউশন)
  5. Saudi Telecom Company (STC) (সৌদি টেলিকম কোম্পানি (এসটিসি)
  6. Mobily (মোবিলি)
  7. Careem (কেরিম)
  8. Noon (নুন)
  9. Elm (এলম)
  10. Abdullah Al Othaim Markets (আবদুল্লাহ আল ওথাইম মার্কেটস)

সৌদি আরবের ১০টি মেডিসিন কোম্পানির নাম

  1. সৌদি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ কোম্পানি (SPI)
  2. ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ কোম্পানি (NPI)
  3. তাবুক ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারিং কোম্পানি (TABUK)
  4. ইউনাইটেড ফার্মাসিউটিক্যাল কোম্পানি (UPC)
  5. রিম ফার্মাসিউটিক্যালস কোম্পানি
  6. ইবনে সিনা ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল কোম্পানি
  7. সৌদি অ্যাডভান্সড ফার্মাসিউটিক্যাল কোম্পানি (SAPCO)
  8. আল-রাজি ফার্মাসিউটিক্যাল কোম্পানি
  9. আল-মোয়াজাহ ফার্মাসিউটিক্যাল কোম্পানি
  10. জাফার ফার্মাসিউটিক্যালস কোম্পানি

সৌদি আরবের ১০টি ভোগ্যপণ্য কোম্পানির নাম

  1. Savola Group
  2. Arabian Food Industries (Domty)
  3. National Food Industries Company Ltd. (NFIC)
  4. United Matbouli Group (UMG)
  5. Almunajem Foods Company
  6. Almarai Company
  7. Al Othaim Holding Group
  8. Al Rabie Saudi Foods Co. Ltd.
  9. Saudia Dairy & Foodstuff Company (Sadafco)
  10. Al Sorayai Group

আরো পড়ুনঃ অস্ট্রেলিয়া কাজের ভিসা আবেদন করার নিয়ম

সৌদি আরবের ১০টি কনস্ট্রাকশন কোম্পানির নাম

  1. আল-রাজ্জি কোম্পানি
  2. আল-Khodari Group
  3. সৌদি ওজার লিমিটেড
  4. ন্যাশনাল কন্ট্রাক্টিং কোম্পানি
  5. সৌদি বিনলাদিন গ্রুপ
  6. Haji Abdullah Alireza & Co. Ltd.
  7. বিনলাদিন কন্ট্রাক্টিং গ্রুপ
  8. আরবিয়ান কনস্ট্রাকশন কোম্পানি
  9. Al-Motaheda
  10. Arabian International Company for Power and Water Projects (ACWA Power)

সৌদি আরবের বিমান পরিবহন কোম্পানির নাম

  • Saudia (Saudi Arabian Airlines)
  • Air Arabia
  • Sama Airlines
  • Flynas
  • Flyadeal

সৌদি আরবের ব্যাংকিং ও আর্থিক কোম্পানির নাম

  • সৌদি ন্যাশনাল ব্যাংক (SNB)
  • Samba Financial Group
  • Riyad Bank
  • আল-রাজি ব্যাংক (Al Rajhi Bank)
  • National Commercial Bank (NCB)

সৌদি আরবের কোম্পানি ভিসা বেতন কত

সৌদি আরবে অনেক ধরনের কোম্পানি রয়েছে যেগুলোর নাম ইতিমধ্যে আমরা উপরের প্যারাটিতে তালিকা করে তুলে ধরেছি। এ পর্যায়ে আমরা সৌদি আরবের কোম্পানি ভিসা বেতন কত তা তুলে ধরবো।

সৌদি আরবে অবস্থিত, উল্লেখিত কোম্পানিগুলোতে আপনারা বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। যেমন - কনস্ট্রাকশন এর কাজ, ড্রাইভার, ক্লিনার ইত্যাদি। সৌদি আরবে অবস্থিত এই কোম্পানিগুলোর প্রতিবছর বিভিন্ন দেশ থেকে কোম্পানি ভিসার মাধ্যমে কাজের জন্য হজার হাজার শ্রমিক নিয়োগ দিয়ে থাকে। যে কোম্পানিগুলোতে একজন ব্যক্তি তার যোগ্যতা, দক্ষতা এবং অভিজ্ঞতা অনুযায়ী কোম্পানি ভিসার জন্য আবেদন করে, কোম্পানিগুলোতে কাজ করতে পারবে। 

আরো পড়ুনঃ অস্ট্রেলিয়া কৃষি ভিসা আবেদন করার নিয়ম 2024

মনে রাখবেন সৌদি আরবে বিভিন্ন কোম্পানী রয়েছে যেগুলোর বেতনও বিভিন্ন রকমের। সৌদি আরবের কোম্পানি ভিসার বেতন একজন শ্রমিকের যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা ও কাজের ধরনের উপর ভিত্তি করে কম বেশি হতে পারে। সৌদি আরবের কিছু কোম্পানি ভিসার বেতন তালিকা আকারে তুলে ধরা হলো। 

  • লেবার ভিসার বেতন সাধারণত ৮০০ থেকে ৩০০০ রিয়াল পর্যন্ত হয়ে থাকে।
  • ড্রাইভিং ভিসার বেতন সাধারণত ২০০০ থেকে ৫০০০ রিয়াল পর্যন্ত হয়ে থাকে।
  • সুপারমার্কেট ভিসার বেতন সাধারণত ১২০০ থেকে ১৪০০ রিয়াল পর্যন্ত হয়ে থাকে।
  • কনস্ট্রাকশন কাজের বেতন সাধারণত ২০০০ রিয়াল থেকে ৩০০০ রিয়াল পর্যন্ত হয়ে থাকে ইত্যাদি।

এছাড়াও বর্তমান সময়ে সৌদি আরবের বিভিন্ন কোম্পানিতে কাজ ভেদে একজন শ্রমিকের বেতন আনুমানিক প্রায় ৮০০ থেকে ১৫০০ রিয়াল পর্যন্ত হয়ে থাকে। আর বেশিরভাগ কোম্পানি আপনাকে এই বেতনের পাশাপাশি নানা ধরনের সুযোগ সুবিধা দেবে যেমন: আকামা খরচ, দেশে আসা-যাওয়ার বিমান টিকেট, থাকা খাওয়ার খরচ ইত্যাদি।

সৌদি আরবে কোন কাজের বেতন বেশি

সৌদি আরব এমন একটি দেশ যেখানে প্রায় সব ধরনের কাজই পাওয়া যায়। আপনি যদি সৌদি আরবে ফ্রি ভিসায় যে থাকেন তাহলে আপনি প্রায় সব ধরনের কাজই করতে পারবেন। তবে মনে রাখবেন সৌদি আরবের সব কাজেরই বেতন কিন্তু আবার সমান নয়। সৌদি আরবে এমন কিছু কাজ রয়েছে যেগুলোর বেতন খুবই কম আবার এমন কিছু কাজ রয়েছে যেগুলোর বেতন অনেক বেশি। যাইহোক আজকের এই পোষ্টের এই পর্যায়ে আমরা সৌদি আরবে কোন কাজের বেতন বেশি এই বিষয়টি সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। 

আরো পড়ুনঃ সরকারিভাবে অস্ট্রেলিয়া যাওয়ার উপায় ও আবেদন

সৌদি আরবে অনেক রকমের কাজ রয়েছে। সব কাজের বেতন আবার এক নয়। কাজের ধরন অনুযায়ী বেতন বেতন কাঠামো আলাদা আলাদা হয়ে থাকে। এছাড়া একজন কর্মীর কাজের দক্ষতা, অভিজ্ঞতা ও যোগ্যতার উপর ভিত্তি করে কাজের বেতন কম বেশি হয়ে থাকে। আর আপনি যদি সৌদি আরবে বেশি বেতনের কাজ করতে চান তাহলে আপনার অবশ্যই কাজের উপর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। আপনার যদি কাজের উপর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকে তাহলে আপনি সৌদি আরবের বিভিন্ন কোম্পানিতে বেশি বেতনের কাজ পড়ার সুযোগ পাবেন। নিম্নে সৌদি আরবে কোন কাজের বেতন বেশি তার একটি তালিকা তুলে ধরা হলো। 

  • ডাক্তারঃ সৌদি আরবে একজন ডাক্তারের চাহিদা অনেক বেশি এবং তাদের বেতন অনেক ভালো। সৌদি আরবে একজন অভিজ্ঞ ডাক্তারের বেতন মাসিক ৫০,০০০ রিয়ালেরও বেশি।
  • ইঞ্জিনিয়ারঃ সৌদি আরবে বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ার এর চাহিদা অনেক বেশি এবং তাদের বেতন অনেক ভালো। সৌদি আরবে একজন ইঞ্জিনিয়ার এর বেতন মাসিক ৩০,০০০ রিয়ালেরও বেশি হয়ে থাকে।
  • তেল ও গ্যাস শিল্পের কর্মীঃ সৌদি আরবের অর্থনীতি তেল ও গ্যাস শিল্পের উপর নির্ভরশীল, ফলে এই শিল্পের কর্মীদের চাহিদা অনেক বেশি এবং বেতনও অনেক বেশি। সৌদি আরবে একজন অভিজ্ঞ তেল ও গ্যাস শিল্পের কর্মীর বেতন মাসিক ৪০,০০০ রিয়ালেরও বেশি। 
  • IT বিশেষজ্ঞঃ একজন IT বিশেষজ্ঞের চাহিদা যেমন সারা বিশ্বেই রয়েছে তেমনি সৌদি আরবেও এর ব্যতিক্রম নয়। সৌদি আরবে একজন IT বিশেষজ্ঞের বেতন মাসিক ৩০,০০০ রিয়ালেরও বেশি। 
  • অর্থনীতিবিদ ও বিজ্ঞানীঃ বর্তমান সময়ে সৌদি আরবে অর্থনীতিবিদ এবং বিজ্ঞানীদের ভালো চাকরির সুযোগ রয়েছে। সৌদি আরবে একজন অভিজ্ঞ অর্থনীতিবিদ এবং বিজ্ঞানীর বেতন মাসিক ৪০,০০০ রিয়ালেরও বেশি। 

উপরে উল্লেখিত কাজগুলো ছাড়াও সৌদি আরবে আরো বেশ কিছু কাজ রয়েছে যেগুলোর চাহিদা ও বেতন অনেক ভালো যেমন বিমান চালক, শিক্ষক, আইনজীবী, নার্স, বিমানবন্দর কর্মী, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডিং শ্রমিক ইত্যাদি। 

বিঃদ্রঃ উপরে উল্লেখিত বেতনগুলো কেবলমাত্র আনুমানিক ভাবে ধরা হয়েছে। একজন কর্মীর দক্ষতা, অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতার উপর নির্ভর করে বেতন কমবেশি হতে পারে।

সৌদি আরবের কোম্পানি ভিসার জন্য আবেদন করার যোগ্যতা

সৌদি আরবের কোম্পানি ভিসার জন্য আবেদন করতে হলে আপনার যেসকল যোগ্যতা থাকতে হবে তা হলো- 

  • আপনার বয়স অবশ্যই ২১ থেকে ৬০ বছর বয়সের মধ্য হতে হবে। 
  • আপনার শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে মাধ্যমিক স্কুল পাস হতে হবে। 
  • আপনাকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে। 
  • আপনার কোন ধরনের অপরাধমূলক রেকর্ড থাকা যাবে না। 
  • আপনার বৈধ পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ৬ মাস হতে হবে।

সৌদি আরবের কোম্পানি ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র

সৌদি আরবের কোম্পানি ভিসার জন্য আবেদন করতে চান তাহলে আপনার যোগ্যতার পাশাপাশি আরও প্রয়োজনীয় যে সকল কাগজপত্র লাগবে, তার একটি তালিকা নিম্নে তুলে ধরা হলো। 

  1. সৌদি আরবের কোম্পানি ভিসার আবেদন ফরম। 
  2. বৈধ পাসপোর্ট এর ফটোকপি (মেয়াদ কমপক্ষে ৬ মাস হতে হবে)। 
  3. নিয়োগকর্তা কর্তিক প্রদানকৃত চিঠি। 
  4. আবেদনকারী শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র (সত্যায়িত করতে হবে)। 
  5. আবেদনকারীর চিকিৎসা পরীক্ষার সনদপত্রের মূল কপি এবং ফটোকপি। 
  6. আবেদনকারীর ২ থেকে ৪ কপি পাসপোর্ট আকারের ছবি। 
  7. আবেদনকারীর ভ্রমণ বীমা।

সৌদি আরবের কোম্পানি ভিসার আবেদন করার নিয়ম

প্রিয় পাঠক বৃন্দ এই পোষ্টের এই পর্যায়ে আমরা সৌদি আরবের কোম্পানি ভিসার আবেদন করার নিয়মটি আপনাদের সামনে ধাপে ধাপে উপস্থাপন করব। 

  • ধাপ-১ঃ সৌদি আরবের কোম্পানি ভিসার আবেদন করার জন্য প্রথমে আপনার নিয়োগকর্তার সাথে যোগাযোগ করুন। তারা আপনাকে সৌদি আরবের কম্পানি ভিসার আবেদন প্রক্রিয়া সম্পর্কে নির্দেশিকা সরবরাহ করবে এবং প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে সহায়তা করবে। 
  • ধাপ-২ঃ এরপর সৌদি আরবে অবস্থিত আপনার নিয়োগকর্তার মাধ্যমে সৌদি আরবের কোম্পানি ভিসা আবেদন ফরমটি সংগ্রহ করুন এবং সতর্কতার সাথে সঠিকভাবে ফর্মটি পূরণ করুন। 
  • ধাপ-৩ঃ আবেদন ফরমটি পূরণ করা হয়ে গেলে ফরমটি সহ প্রয়োজনীয় কাগজপত্র আপনার নিয়োগকর্তার কাছে জমা দিন। 
  • ধাপ-৪ঃ ভিসার জন্য প্রযোজ্য ফি প্রদান করুন। 
  • ধাপ-৫ঃ ভিসা ফি জমা দিলে আপনার নিয়োগকর্তা আপনার ভিসা আবেদনটি সৌদি কর্তৃপক্ষের কাছে জমা দেবে। যা প্রক্রিয়াকরণ হতে দুই থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে। এই সময় পর্যন্ত অপেক্ষা করুন। আপনার ভিসার অনুমোদন হয়ে গেলে আপনার নিয়োগ করতে আপনাকে আপনার ভিসা পাঠিয়ে দেবেন। 

আরো পড়ুনঃ কুয়েতে সর্বনিম্ন বেতন কত-কুয়েত কোম্পানি ভিসা বেতন কত

সৌদি আরবের কোম্পানি ভিসার কিছু গুরুত্বপূর্ণ লক্ষণীয় বিষয়ঃ

  1. আপনার ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে অবশ্যই সৌদি আরব ত্যাগ করুন। 
  2. আপনি যদি আপনার চাকরি পরিবর্তন করতে চান তাহলে অবশ্যই নতুন করে কোম্পানি ভিসা আবেদন করুন। 
  3. সৌদি আরবে থাকা অবস্থায় অবশ্যই সৌদি আরবের নিয়ম নীতি মেনে চলুন।

শেষ কথা

প্রিয়পাঠক বৃন্দ, এতক্ষণ আমরা এই পোস্টটিতে আরবের কোম্পানি ভিসা বেতন কত এবং সৌদি আরবের কোম্পানি ভিসা রিলেটেড আরও বিভিন্ন তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি আজকের এই পোস্টটি আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনাদের অনেক উপকারে আসবে বিশেষ করে যারা বাংলাদেশ থেকে আরব যেতে চাই তাদের। আপনাদের মাঝে যারা এরকম ভিসা সম্পর্কিত আরো তথ্য জানতে চান তারা নিয়মিত আমাদের bloggermamun ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। কেননা এই ওয়েবসাইটে প্রতিনিয়ত ভিসা সম্পর্কিত বিভিন্ন পোস্ট পাবলিশ করা হয়।

Share this post with your friends

See previous post See Next Post
No one has commented on this post yet
Click here to comment

Please comment according to Blogger Mamun website policy. Every comment is reviewed.

comment url