ব্লগার মামুন ওয়েবসাইটটির জন্য শর্তাবলী,গোপনীয়তার নীতি ও সমস্ত নীতিমালা

Blogger Mamun Website কি?

ব্লগার মামুন (bloggermamun.com) ওয়েবসাইটটি একটি Random basis ওয়েবসাইট। যেখানে ভিজিটরদের জন্য প্রতিনিয়ত বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হয়। যেই তথ্যগুলো আপনারা নিয়মিত এই Blogger Mamun ওয়েবসাইটটি ভিজিট করার মাধ্যমে জানতে পারবেন।

কপিরাইট নীতি

১। ব্লগার মামুন নামক ওয়েবসাইটটিতে প্রকাশিত সকল ধরনের কনটেন্ট এবং পোস্টের স্বত্বাধিকারী কেবলমাত্র (bloggermamun.com) ওয়েবসাইটটির এডমিনের। যেকোনো উদ্দেশ্যে এই ওয়েবসাইটটিতে প্রকাশিত সকল ধরনের পোস্ট বা পেজের কনটেন্ট সম্পূর্ণ কপি করা বা সেই পোস্ট বা পেজের কনটেন্ট গুলো অন্যত্র প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে যদি কেউ এই ওয়েবসাইটটির কোন পোস্ট বা পেজের কন্টেন্টের কোন অংশ কপি করে অন্যত্র প্রকাশ করে তাহলে তাকে অবশ্যই এই (bloggermamun.com) ওয়েবসাইটটির DoFollow লিংক যুক্ত করে ওয়েবসাইটটির ক্রেডিট উল্লেখ করতে হবে।

২। ব্লগার মামুন ওয়েবসাইটটিতে প্রকাশিত পোস্ট গুলো অধিকাংশ ক্ষেত্রে বিভিন্ন বাংলা অথবা ইংরেজি সোর্স থেকে ভাষা অনুবাদ করে লেখা হয়। এক্ষেত্রে এই ওয়েবসাইটটিতে প্রকাশিত কোন কোন পোস্ট কখনো কখনো কাকতালীয়ভাবে অন্য কারো ওয়েবসাইটের সাথে সরাসরি মিলে যেতে পারে (অনুবাদ করলে)। এক্ষেত্রে আপনারা যদি না চান যে আপনাদের কন্টেনগুলো অন্য ভাষায় প্রকাশিত হোক তাহলে অবশ্যই এই bloggermamun.com ওয়েবসাইটটির এডমিনকে অবহিত করুন।

গোপনীয়তা নীতি

১। আপনাদের ব্লগার মামুন ওয়েবসাইটটিতে প্রবেশ করানো যেকোনো তথ্য যেমন নাম, মোবাইল নাম্বার, ইমেইল, ওয়েবসাইট লিংক ও আপনার ব্যক্তিগত তথ্য সর্বদা সুরক্ষিত রাখা হয় কিন্তু এই তথ্যগুলোর ১০০% সুরক্ষার নিশ্চয়তা ব্লগার মামুন ওয়েবসাইটটি দেয় না।

২। এই ওয়েবসাইটটিতে প্রকাশিত ধরনের কনটেন্ট সবার জন্য উন্মুক্ত নাও হতে পারে। বিভিন্ন ক্ষেত্র বিশেষে কনটেন্ট গুলো দেখার জন্য আপনাদেরকে অথেনটিক একাউন্ট অথবা কোড ব্যবহার করতে হতে পারে।

৩। অন্য অন্য ওয়েবসাইটের মত bloggermamun ওয়েবসাইটিউ “কুকিজ” ব্যবহার করে। এই কুকিগুলি ব্যবহার করা হয় মূলত ভিজিটরদের পছন্দ এবং ওয়েবসাইটের পৃষ্ঠাগুলি যা ভিজিটররা পরিদর্শন করেছে বা এক্সেস করেছে সেগুলির তথ্য সংরক্ষণ করতে।

কমেন্ট পলিসি ও অ্যাগ্রিমেন্ট

১। ব্লগার মামুন ওয়েবসাইটটিতে প্রকাশিত সকল ধরনের পোস্ট বা কনটেন্ট বা পেইজ পড়ার পর আপনারা মন্তব্য করতে পারবেন। তবে শুধুমাত্র সেই পোস্ট বা কনটেন্ট বা পেইজ যেটি আপনি পড়েছেন সেটি সম্পর্কে কোন কিছু জানতে বা জানাতে চাইলে মন্তব্য করতে পারবেন।

২। ব্লগার মামুন ওয়েবসাইটটিতে প্রকাশিত সকল পোস্ট বা কনটেন্ট পড়ে এই পোস্ট বা কনটেন্ট সংশ্লিষ্ট কোন বিষয়ে নিজের ভালো লাগার অনুভূতি বা গঠনমূলক সমালোচনা করে মন্তব্য করতে পারবেন।

৩। উপরোক্ত বিষয়গুলো ছাড়া এই ওয়েবসাইটটিতে অন্য কোন বিষয় নিয়ে মন্তব্য করবেন না। শুধুমাত্র আপনি যে পোস্টটি পড়েছেন সেই পোস্টটি সম্পর্কে কোন কিছু জানতে বা জানাতে মন্তব্য করবেন।

৪। কমেন্টে সকল ধরনের বিজ্ঞাপনমূলক, অশালীন কথাবার্তা, আক্র*মণাত্মক শব্দ বা বাক্য ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। আপনারা কেউ এই ধরনের বাক্য ব্যবহার করবেন না।

৫। এই ওয়েবসাইটটিতে প্রকাশিত যেকোন পোষ্টের কোন অংশ হুবাহু কপি করে অন্য কোথাও ব্যবহার করতে পারবেন না।

৬। এই ওয়েবসাইটটি সম্পর্কে আপনি বা আপনার বা অন্য কারো কোন মতামত, অভিযোগ বা প্রশ্ন জানাতে অবশ্যই এই ওয়েবসাইটটির যোগাযোগ পেইজ ব্যবহার করুন।

কুকিজ নীতি

প্রমাণীকরণ কুকিঃ এই কুকিগুলি ব্যবহারকারীরা যখন একটি Google অ্যাকাউন্টে লগ ইন করে। তখন তাদের সনাক্ত এবং যাচাই করতে ব্যবহৃত হয়। তারা আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করে।

নিরাপত্তা কুকিঃ এই কুকিগুলি সন্দে*হজনক বা প্রতা*রণামূলক কার্যকলাপ সনাক্ত করতে এবং অননুমোদিত অ্যাক্সেস থেকে আপনার অ্যাকাউন্টকে রক্ষা করতে সহায়তা করে।

পছন্দ কুকিঃ এই কুকিগুলি আপনার পছন্দ এবং সেটিংস সংরক্ষণ করে, যেমন ভাষা পছন্দ, যাতে আপনি পরের বার Google পরিষেবাতে গেলে সেগুলি প্রয়োগ করা যেতে পারে।

বিজ্ঞাপন কুকিজঃ Google আপনার ব্রাউজিং আচরণ এবং আগ্রহের উপর ভিত্তি করে ব্যক্তিগতকৃত বিজ্ঞাপন প্রদর্শন করতে এই কুকিগুলি ব্যবহার করে। আপনি যে বিজ্ঞাপনগুলি দেখেন সেগুলি আপনার সাথে আরও প্রাসঙ্গিক হতে তারা সাহায্য করে।

অ্যানালিটিক্স কুকিজঃ আপনি কীভাবে Google পরিষেবাগুলির সাথে ইন্টারঅ্যাক্ট করেন সে সম্পর্কে এই কুকিজ তথ্য সংগ্রহ করে। এটি Google কে বুঝতে সাহায্য করে কিভাবে ব্যবহারকারীরা তাদের পণ্যের সাথে জড়িত এবং সেই অনুযায়ী তাদের উন্নতি করে।

থার্ড-পার্টি কুকিজঃ অতিরিক্ত তথ্য সংগ্রহের জন্য Google পরিষেবাগুলি তৃতীয়-পক্ষ প্রদানকারী যেমন বিজ্ঞাপনদাতা বা বিশ্লেষণ পরিষেবাগুলির থেকে কুকি ব্যবহার করতে পারে।

বিপণন কুকিঃ এই কুকিগুলি বিপণন প্রচারাভিযানের সাথে আপনার মিথস্ক্রিয়া ট্র্যাক করতে এবং বিজ্ঞাপন প্রচেষ্টার কার্যকারিতা পরিমাপ করতে ব্যবহৃত হয়।

নীতিমালা আপডেট

bloggermamun ওয়েবসাইটটির এডমিন যেকোনো সময় যেকোনো মুহূর্তে এই পেইজে প্রকাশিত নীতিমালা গুলো আপডেট করতে পারে। তাই এই ওয়েবসাইটের এডমিন আপনাদেরকে এই পেইজটি পর্যায়ক্রমে পর্যালোচনা করার পরামর্শ দিচ্ছে। যদি কোন সময় এই bloggermamun ওয়েবসাইটটির এডমিন এই পেইজের কোন নীতিমালা আপডেট করে তাহলে অবশ্যই আপনাদেরকে অবহিত করা হবে। এবং আপডেট করা নীতিমালা গুলো পরবর্তীতে যতগুলো পোস্ট এই ওয়েবসাইটিতে প্রকাশ করা হবে তার জন্যও প্রযোজ্য থাকবে।

No one has commented on this post yet
Click here to comment

Please comment according to Blogger Mamun website policy. Every comment is reviewed.

comment url