দাউদের ট্যাবলেট এর নাম - দাউদের এন্টিবায়োটিক (নাম, দাম ও নিয়ম)

দাউদ এক ধরনের ছত্রাক জনিত অস্বস্তিকর চর্মরোগ। যে রোগ থেকে কে না মুক্তি পেতে চাই? তাইতো এই পোস্টটিতে আমরা দাউদ থেকে মুক্তির জন্য দাউদের ট্যাবলেট এর নাম ও দাউদের এন্টিবায়োটিক ওষুধের নাম, দাম ও ব্যবহার করার নিয়ম সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি। যাতে করে আপনারা দাউদের ট্যাবলেট এর নাম ও দাউদের এন্টিবায়োটিক ওষুধের নাম ও দাম সম্পর্কে জানতে পারেন।

দাউদের ট্যাবলেট এর নাম - দাউদের এন্টিবায়োটিক
এছাড়াও এই পোস্টটিতে আপনারা দাউদের ট্যাবলেট এর নাম ও দাউদের অ্যান্টিবায়োটিক ঔষধের নামের পাশাপাশি দাউদের মলমের নাম, দাউদের ক্রিম এর নাম ও দাম, ইত্যাদি সম্পর্কে জানতে পারবেন। যদি আপনারা পোস্টটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন।

দাউদের ট্যাবলেট এর নাম - দাউদের এন্টিবায়োটিক

দাউদ খুবই অস্বস্তিকর চুলকানি জাতীয় একটি সমস্যা। এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল যার দাউদ হয়নি। দাউদ সাধারণত ছত্রাক জনিত ভাইরাসের কারণে হয়। এটি একটি ছোঁয়াচে রোগ। গরমের সময় সাধারণত এই রোগটি আমাদের মাঝে বেশি দেখা যায়। এটি আমাদের শরীরের বিভিন্ন জায়গায় হতে পারে যেমন- মাথা, বগল, কুঁচকি, নখ, পা ইত্যাদি। দাউদ সাধারণত দেখতে গোলাকৃতির লাল ক্ষুদ্র ক্ষুদ্র দানাযুক্ত হয়। 

এই রোগটি প্রথম অবস্থায় সীমিত আকারে দেখা দিলেও যদি এর সঠিক সময় চিকিৎসা করা না হয় তাহলে জটিল সমস্যা সৃষ্টি করতে পারে। তাই আপনারা যদি দাউদের সমস্যায় আক্রান্ত হন তাহলে দ্রুত চিকিৎসা গ্রহণ করুন। তবে চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই চর্ম বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেবেন।

আরো পড়ুনঃ দাদ বা দাউদ কি

আমাদের মাঝে অনেকেই আছে যারা দাউদের বিভিন্ন ট্যাবলেট এর নাম জানতে চাই। তাই এই পোস্টটিতে আমরা দাউদের কিছু ট্যাবলেট এর নাম উল্লেখ করেছি। দাউদের ট্যাবলেট গুলোর নাম হলো-

  • Lucan-R
  • Flugal 
  • Canazole 
  • Grisovin Fp 500 MG Tablet
  • Phexin 500 MG Capsule
  • Terbin 250 MG Tablet
  • Derma 50 MG Teblet
  • Vori 200 MG Teblet
  • Itra 100 MG Capsule
  • Fluconazole
  • ইন্ট্রাকন
  • রাইনিল ইত্যাদি।

উপরে দাউদের ক্যাপসুল এর কিছু নাম উল্লেখ করা হয়েছে। আপনারা যারা দাউদের সমস্যায় রয়েছেন তারা এই ক্যাপসুলগুলো ব্যবহার করতে পারেন।

বিঃদ্রঃ আমাদের ত্বক খুবই সেনসিটিভ। তাই যেকোন ঔষধ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবেন। দাউদের এন্টিবায়োটিক ওষুধের নাম জানতে পোস্টটি পড়তে থাকুন।

দাউদের এন্টিবায়োটিক

বর্তমানে বাংলাদেশ ও ভারতে দাউদের বিভিন্ন ধরনের এন্টিবায়োটিক ঔষধ পাওয়া যায়। তবে এর মধ্যে অনেক এন্টিবায়োটিক ওষুধ আছে যেগুলা খুব বেশি কার্যকারী নয় আবার অনেক এন্টিবায়োটিক ওষুধ রয়েছে যেগুলো অনেক কার্যকরী। আপনারা যদি দাউদের সমস্যা থেকে মুক্তির জন্য দাউদের এন্টিবায়োটিক ঔষধ খেতে চান তাহলে নিচে দাউদের কিছু কার্যকারী এন্টিবায়োটিক ওষুধের নাম দেওয়া হলো যেগুলো খেতে পারে। দাউদের এন্টিবায়োটিক ওষুধ গুলোর নাম হলো-

  • অমোস্টিন 
  • ফ্লুগাল (Flugal)
  • কানামাইসিন (অ্যামাইনোগ্লাইকোসাইড গ্রুপ)
  • নেটিলমাইসিন (অ্যামাইনোগ্লাইকোসাইড গ্রুপ)
  • প্যারোমোমাইসিন (অ্যামাইনোগ্লাইকোসাইড গ্রুপ)
  • অ্যামিকাসিন (অ্যামাইনোগ্লাইকোসাইড গ্রুপ)
  • হেরবিমাইসিন (অ্যানসামাইসিন গ্রুপ)
  • জেলডানামাইসিন (অ্যানসামাইসিন গ্রুপ)
  • এরটাপেনেম (কার্বাপেনেম গ্রুপ)
  • ইমিপেনেম/সিলাস্টাটিন (কার্বাপেনেম গ্রুপ)
  • মেরোপেনেম (কার্বাপেনেম গ্রুপ) ইত্যাদি।

আরো পড়ুনঃ পাছায় ফোড়া হলে করণীয়

উপরে দাউদের কিছু এন্টিবায়োটিক ওষুধের নাম উল্লেখ করা হয়েছে। আপনারা যারা দাউদের জন্য এন্টিবায়োটিক ওষুধ খেতে চান তারা এই ওষুধগুলো খেতে পারেন।

বিঃদ্রঃ যেকোন ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। দাউদের বিভিন্ন মলমের নাম জানতে পোস্টটি পড়তে থাকুন।

দাউদের মলমের নাম

দাউদ এমন একটি রোগ যেটি খুবই অস্বস্তিকর একটি রোগ। এই রোগে যে আক্রান্ত হয় শুধুমাত্র সেই বুঝে এই রোগের কি জ্বালা। তাই তো দাউদ রোগ থেকে সবাই মুক্তি পেতে চায়। তবে দাউদ রোগ থেকে মুক্তির জন্য বাজারে অনেক ধরনের মলম পাওয়া যায়। তারমধ্যে কার্যকারী কিছু দাউদের মলমের নাম নিচে উল্লেখ করা হলো।

  • Pevisone
  • ফাঙ্গিডাল ক্রিম (Fungidal cream)
  • Topicazole plus
  • Ring Guard 12 mg
  • অক্সিফান লোশন
  • Fungidal-HC 
  • ক্লোট্রিমেজোল ক্রিম
  • Terbifin
  • এন্টিফাঙ্গাল ক্রিম যেমন- Clotrimazole, Miconazole, Terbinafine, Ketoconazole ইত্যাদি।

উপরে দাউদের জন্য কিছু কার্যকারী মলমের নাম উল্লেখ করা হয়েছে। আপনারা যারা দাউদ রোগে আক্রান্ত আছেন তারা চাইলে এই মলম গুলো ব্যবহার করতে পারেন। এই মলম গুলো ব্যবহারে খুব তাড়াতাড়ি দাউদ থেকে মুক্তি পাওয়া যায়।

বিঃদ্রঃ যেকোন মলম ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন।

দাউদের ওষুধের নাম কি

বর্তমানে আমাদের দেশের বেশিরভাগ মানুষ দাউদ রোগে সংক্রমণে আক্রান্ত। দাউদ মূলত একটি ত্বকের ছত্রাক জনিত সংক্রমণ। এই রোগটি সাধারণত গরমের সময় বেশি দেখা যায়। এ রোগটি আমাদের শরীরের বিভিন্ন সংবেদনশীল স্থানে হতে পারে যেমন- পুরুষের উরুর ফাঁকে, গলার নিচে, কোমরে, বগলের নিচে, মাতৃ স্ত*নে, মোটা বা স্বাস্থ্যবান মানুষের চামড়ার ভাজে ইত্যাদি জায়গায় হতে পারে।

আরো পড়ুনঃ দাউদ এর লক্ষণ

এই রোগটি যদিও একটি সাধারণ রোগ কিন্তু আপনি যদি সঠিক সময় সঠিক ওষুধ ব্যবহার না করেন তাহলে জটিল সমস্যা সৃষ্টি হতে পারে। তাই দাউদের ওষুধের নাম গুলো আমাদের সকলেরই জেনে রাখা উচিত। চলুন তাহলে দাউদের ওষুধের নাম গুলো জেনে নেই।

  • অক্সিফান লোশন
  • লিউলিজল ক্রিম (Lulizol Cream)
  • ফাঙ্গিডাল ক্রিম (Fungidal cream)
  • ফাঙ্গিট্যাক ক্রিম
  • ক্লোট্রিমেজোল ক্রিম
  • ইবারকোনাজল ক্রিম (eberconazole cream)
  • Fluconazole 50 mg
  • Alatrol 10 mg ইত্যাদি।

আমাদের ত্বক খুবই সেনসিটিভ তাই যে কোন ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। দাউদ হলে অবহেলা না করে ডাক্তারের পরামর্শ নিয়ে ভালো চিকিৎসা করবেন। আর আপনি যদি দাউদের ক্রিম এর নাম ও দাম সম্পর্কে জানতে চান তাহলে পোস্টটি পড়তে থাকুন।

দাউদের ক্রিম এর নাম ও দাম

আমাদের মাঝে অনেকেই দাউদের ক্রিম এর নাম ও দাম সম্পর্কে জানতে চাই। তাই এই পোস্টটিতে নিচে দাউদের ক্রিম এর নাম ও দাম এর একটি তালিকা দেওয়া হলো-

                                                দাউদের ক্রিম এর নাম ও দাম

নাম

দাম

ইকোনাজল

৩২ টাকা

Favisone

৫৫ টাকা

xfin 1%

৮০ টাকা

মাইকোনাজল

৫৫ টাকা

Mycofin 5/10 mg cream (SK+F)

৫০ ও ৭০ টাকা

Afun

৩৫ টাকা

টারবিনাফি

-

দাউদের সাবানের নাম ও দাম

দাউদের জন্য অনেক ধরনের ওষুধের পাশাপাশি সাবানও পাওয়া যায়। যেই সাবান গুলো দাউদের জন্য খুবই কার্যকারী। তাই এই পোস্টটিতে আমরা দাউদের সাবানের নাম ও দামের একটি তালিকা দিয়েছি। যেখান থেকে আপনারা দাউদের সাবানের নাম ও দাম সম্পর্কে জানতে পারে। দাউদের সাবানের নাম ও দামের তালিকাটি হলো।

                                                দাউদের সাবানের নাম ও দাম

নাম

দাম

কিটোকোনাজল (Ketoconazole) 50gm

৪৫০ টাকা

লুলিকোনাজল (Luliconazole)  50 gm

২০৮ টাকা

ASSURE 75gm

২০০ টাকা

TETMOSOL

৯৬.৩৬ টাকা

Clopirox

৩৫০ টাকা

লেখকের শেষ কথা

প্রিয় পাঠক বৃন্দ, এতক্ষণের মধ্যে হয়তো আপনারা দাউদের ট্যাবলেট এর নাম, দাউদের এন্টিবায়োটিক ওষুধের নাম, দাউদের মলমের নাম ইত্যাদি বিষয়গুলো জানতে ও বুঝতে পেরেছে। তবে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই উপরে উল্লেখিত দাউদের ট্যাবলেট, এন্টিবায়োটিক, দাউদের মলম ইত্যাদি ঔষধ গুলো আমরা উল্লেখ করেছি দেখে আপনারা বাজার থেকে কিনে এনে ব্যবহার করবেন না। 

ব্যবহার করার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন। কারন আপনি যদি নিজে নিজেই এই ওষুধগুলো ব্যবহার করেন তাহলে হিতেবিপরীত হতে পারে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আর পোস্টটি পড়ে যদি আপনি উপকৃত হন তাহলে পোস্টটি বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থাকুন।

Share this post with your friends

See previous post See Next Post
No one has commented on this post yet
Click here to comment

Please comment according to Blogger Mamun website policy. Every comment is reviewed.

comment url