আয়াস নামের বাংলা ও আরবি অর্থ কি জেনে নিন

ইসলাম ধর্মে প্রত্যেক সন্তানের সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেওয়া হয়েছে। মুসলিম শরীফের এক হাদিসে বলা আছে যে- প্রত্যেক ব্যক্তির উপর তার নামের প্রভাব পড়ে। তাই প্রত্যেক পিতা-মাতারই উচিত তার সন্তানের একটি সুন্দর অর্থ সম্পন্ন নাম রাখা। তাই এই পোস্টটিতে আমরা আয়াস নামের বাংলা ও আরবি অর্থসহ আরো কিছু ইসলামিক নামের অর্থ আপনাদেরকে জানাবো।

আয়াস নামের বাংলা ও আরবি অর্থ কি
আপনি যদি আয়াস নামের বাংলা ও আরবি অর্থসহ আরো কিছু ইসলামিক নামের অর্থ জানতে চান তাহলে এই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন। তাহলে আপনি অনেকগুলো সুন্দর সুন্দর নামের বাংলা ও আরবি অর্থ জানতে পারবেন।

আয়াস নামের বাংলা অর্থ কি জেনে নিন

আয়াস শব্দটি মূলত আরবি শব্দ থেকে এসেছে। আয়াস নামটি একটি ইসলামিক নাম। এই নামটি আপনি ছেলে অথবা মেয়ে উভয় শিশুদের জন্য রাখতে পারবেন। আয়াস নামটির একটি সুন্দর বাংলা অর্থ রয়েছে। আয়াস নামের বাংলা অর্থ হলো- ভালো জীবন যাপনকারী, যার ভালো জীবন আছে, ক্লেশ, প্রযত্ন, পরিশ্রম, চেষ্টা, শ্রান্তি, কাউকে ভালো করার জন্য ইত্যাদি। মেয়েদের ক্ষেত্রে আপনি আয়াস নামটি এভাবেও রাখতে পারেন যেমন- আয়াস পারভীন, আয়স ইয়াসমিন, আয়াস রহমান ইত্যাদি। আর ছেলেদের ক্ষেত্রে আয়াস রাখতে পারেন।

আয়াস নামের ইসলামিক অর্থ কি জেনে নিন

আয়াস একটি সুন্দর ইসলামিক নাম। যার অর্থ হলো- কাউকে ভালো করার জন্য, ভালো জীবন যাপনকারী, ক্লেশ, পরিশ্রম, যার ভালো জীবন আছে, প্রযত্ন, চেষ্টা, শ্রান্তি ইত্যাদি। আপনি যদি আপনার সন্তানের নামকরণ ইসলামের দৃষ্টিকোণ থেকে রাখতে চান তাহলে নিঃসন্দেহে আয়াস নামটি রাখতে পারেন। কেননা, আয়াস নামটি একটি সুন্দর অর্থ সম্পন্ন নাম। এছাড়াও এই নামটি আপনি ছেলে অথবা মেয়ে উভয়ের জন্যই রাখতে পারবেন। আশা করি আপনারা আয়াস নামের অর্থ জানতে পেরেছেন। এই রকম আরো ইসলামিক নামের অর্থ জানতে পোস্টটি পড়তে থাকুন।

আয়াস নামের আরবি অর্থ জেনে নিন

আসলে আয়াস নামের আরবি অর্থ ও ইসলামিক অর্থের মধ্যে কোন পার্থক্য নেই। আয়াস নামের ইসলামিক অর্থ যা আরবি অর্থও তাই।

আরো পড়ুনঃ এশিয়া মহাদেশের আয়তন কত

ইমতেহান নামের বাংলা অর্থ কি জেনে নিন

ইম্তেহান নামের খুবই সুন্দর একটি বাংলা অর্থ রয়েছে। ইমতেহান নামের বাংলা অর্থ হলো- এমতেহান বা সাহায্য। ইমতেহান নামটি একটি মুসলিম নাম। এই নামটি মূলত মুসলমানদের ছেলে সন্তানদের জন্য রাখা হয়। আপনারা যারা আপনাদের সন্তানের জন্য একটি সুন্দর নাম খুজতেছেন তারা এই নামটি রাখতে পারেন।

ইমতেহান নামের আরবি অর্থ কি জেনে নিন

ইমতেহান একটি আরবি শব্দ। যার একটি সুন্দর আরবি অর্থ রয়েছে। ইমতেহান নামের আরবি অর্থ হলো- একটি পরীক্ষা বা এমতেহান। ইমতেহান নামের আরবি অর্থ নিঃসন্দেহে একটি চমৎকার অর্থ। আপনারা চাইলে আপনাদের ছেলে সন্তানের নাম ইমতেহান রাখতে পারেন।

আয়ান নামের বাংলা অর্থ কি জেনে নিন

আয়ান শব্দটি একটি আরবি শব্দ। যার অর্থ হলো- আল্লাহর দেওয়া উপহার। আর আয়ান শব্দটির বাংলা অর্থ হলো- বয়স, সময়, যুগ, কাল ইত্যাদি। আর আয়ান নামটি যদি আইয়ান রাখা হয় তাহলে এর অর্থ দাঁড়াবে অক্ষম, অসমর্থ্য ইত্যাদি। কারণ, আইয়ান শব্দটি একটি আরবি শব্দ।

আয়ান নামের ইসলামিক অর্থ কি জেনে নিন

আমাদের মাঝে অনেকেই প্রশ্ন করে আয়ান নামটি কি ইসলামিক নাম। হ্যাঁ, আয়ান একটি ইসলামিক নাম। এ ব্যাপারে সন্দেহের কোন অবকাশ নেই। আর আয়ান শব্দটি কোরআনেও ব্যবহৃত হয়েছে। এই হিসেবে আয়ান নামটি একটি কোরআনিক নাম। আয়ান নামের ইসলামিক অর্থ হলো- সময়, বয়স, যুগ, কাল ইত্যাদি। নিঃসন্দেহে আয়ান নামটি খুবই চমৎকার একটি নাম। আপনারা চাইলে আপনাদের সন্তানদের এই নামটি রাখতে পারেন।

আরো পড়ুনঃ এশিয়া মহাদেশে স্বাধীন দেশ কয়টি

আনাস নামের বাংলা অর্থ কি জেনে নিন

আনাস শব্দটি আরবি ভাষা থেকে উৎপন্ন হয়েছে। আনাস নামের বাংলা অর্থ হলো- মানুষের একটি গ্রুপ, ঘনিষ্ঠ বন্ধু ইত্যাদি। এছাড়া আভিধানিক দৃষ্টিকোণ থেকে আনাস নামটির বেশ কয়েকটি অর্থ দেখা যায়। যেমন- ঘনিষ্ঠ বন্ধু, সহায়তাকারী, সাহায্যকারী, বিজয়ী ইত্যাদি। আশা করি আপনারা আনাস নামের বাংলা অর্থ জানতে পেরেছেন। এখন আমরা জানবো আনাস নামের ইসলামিক অর্থ কি।

আনাস নামের ইসলামিক অর্থ কি জেনে নিন

অনেকেই প্রশ্ন করে আনাস কি ইসলামিক নাম। হ্যাঁ আনাস একটি ইসলামিক নাম। যার অর্থ হলো- এমন একজন ব্যক্তি যার মাধ্যমে আপনার মনের মধ্যে আনন্দ ও প্রফুল্লতা চলে আসে, আনন্দদায়ক সাহচর্য। এই নামটি সাধারণত মুসলমান ছেলেদের জন্য রাখা হয়। মুসলিম শিশুদের আপনি যে সমস্ত নাম রাখতে পারবেন তার মধ্যে আনাস উল্লেখযোগ্য একটি নাম। এছাড়াও আনাস নামে একজন সাহাবী ছিলেন। যিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই প্রিয় একজন সাহাবী ছিলেন। তাই আপনারা আপনাদের সন্তানদের নাম আনাস রাখতে পারেন।

আরিয়ান নামের বাংলা অর্থ কি জেনে নিন

আরিয়ান শব্দটি আরবি শব্দ থেকে উদ্ভূত। আরিয়ান নামের বাংলা অর্থ হলো- সোনালী জীবন, বিখ্যাত, উন্নত চরিত্র, প্রসিদ্ধ ইত্যাদি। আরিয়ান নামের অন্যতম অর্থ হলো- যোদ্ধা। আরিয়ান নামটি সাধারণত ছেলেদের ক্ষেত্রে রাখা হয়। এই নামটি খুবই আকর্ষণীয় একটি নাম। তাই বেশিরভাগ মানুষই এই নামটি পছন্দ করে থাকে।

আরিয়ান নামের ইসলামিক অর্থ কি জেনে নিন

আরিয়ার নামটি একটি ইসলামিক নাম যার ইসলামিক অর্থ হলো- আনন্দিত, সুখী,সোনালী জীবন, নির্ভীক, আর্য বংশোদ্ভূত ইত্যাদি। আরিয়ান নামটির ইসলামিক ও বাংলা অর্থ পাওয়া গেলেও এই নামটির কোন আরবি অর্থ পাওয়া যায় নি। আরিয়ান একটি মুসলিম নাম। এই নামটি সাধারণত মুসলিম ছেলে সন্তানদের ক্ষেত্রে রাখা হয়।

আরো পড়ুনঃ পূর্ব এশিয়ায় কোন কোন দেশ অবস্থিত

সায়ান নামের বাংলা অর্থ কি জেনে নিন

বাংলাদেশের জনপ্রিয় শীর্ষ নাম গুলোর মধ্যে সায়ান নামটি অন্যতম। এই নামটি সবার জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হলো এর খুবই ভালো ও চমৎকার একটি অর্থ রয়েছে। সায়ান নামের বাংলা অর্থ হলো- হৃদয়বান, মূল্যবান ইত্যাদি। সায়ান নামটির উৎস হলো হিন্দি ভাষা। সায়ান নামের ইংরেজি বানান হলো- sayan। আপনি চাইলে আপনার ছেলে সন্তানদের জন্য এই নামটি সিলেক্ট করতে পারেন।

সায়ান নামের ইসলামিক অর্থ কি জেনে নিন

সায়ান নামটি একটি ইসলামিক নাম। সায়ান নামের ইসলামিক অর্থ হলো- দয়ালু, বন্ধু, হৃদয়বান ইত্যাদি। সায়ান নামটি একটি আরবি ভাষার নাম। সায়ান নামের আরবি অথবা ইসলামিক অর্থ হলো- হৃদয়বান, দয়ালু, বন্ধু ইত্যাদি। সায়ান নামটি বিভিন্নভাবে রাখা যায় যেমন-মুহাম্মদ সায়ান, সায়ান মাহমুদ, সায়ান আব্দুল্লাহ, সায়ান মাহতাব, সায়ান রহমান ইত্যাদি। আপনারা চাইলে এভাবে আপনাদের ছেলে সন্তানদের নাম রাখতে পারেন। সায়ান নামটি সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করার কারণ হলো এই নামটি খুবই কমন, মডার্ন ও খুব সুন্দর অর্থ সম্পন্ন একটি নাম।

শেষ কথা

প্রিয় পাঠক বৃন্দ, এতক্ষণ আপনাদের সাথে বিভিন্ন নামের বাংলা, আরবি ও ইসলামিক অর্থ কি এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। আশা করি, আপনারা বিভিন্ন নামের বাংলা, আরবি ও ইসলামিক অর্থ জানতে পেরেছেন। আপনি যদি একজন মুসলমান হন তাহলে আপনার অবশ্যই একটি ভালো অর্থ সম্পন্ন নাম রাখতে হবে। 

কেননা কিয়ামতের দিন মহান আল্লাহ’তালা সকলের নাম ধরেই ডাকবেন। আর একটি সুন্দর নাম রাখা সুন্নত। তাই আপনারা সবাই আপনাদের সন্তানদের একটি সুন্দর নাম রাখার চেষ্টা করবেন। আর এই রকম আরো পোস্ট পড়তে নিয়মিত আমাদের ব্লগার মামুন ওয়েবসাইটি ভিজিট করুন।

Share this post with your friends

See previous post See Next Post
No one has commented on this post yet
Click here to comment

Please comment according to Blogger Mamun website policy. Every comment is reviewed.

comment url