এশিয়া মহাদেশে কয়টি দেশ অবস্থিত ও দেশগুলোর নাম জেনে নিন

বর্তমান সময়ে ভর্তি পরীক্ষা থেকে শুরু করে, চাকরির পরীক্ষা, বিসিএস পরীক্ষায় ভূগোল ও আন্তর্জাতিক বিষয়াবলী অংশে অনেক সময়ই এশিয়া মহাদেশ সম্পর্কে প্রশ্ন আসে। তাই আপনাদের মাঝে আমরা এই পোস্টটিতে এশিয়া মহাদেশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এছাড়াও এই পোস্টটির মাধ্যমে মাধ্যমে আপনারা এশিয়া মহাদেশে কয়টি দেশ অবস্থিত, এশিয়া মহাদেশ আয়তন কত ইত্যাদি বিষয়গুলো জানতে পারবেন।

এশিয়া মহাদেশে কয়টি দেশ অবস্থিত ও দেশগুলোর নাম
আপনি যদি এশিয়া মহাদেশ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে চান তাহলে এই পোস্টটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়ুন।

এশিয়া মহাদেশে কয়টি দেশ অবস্থিত ও দেশগুলোর নাম

মহাদেশ বলতে মূলত পৃথিবীর বড় বড় ভূখণ্ডসমূহকে বুঝায়। আমাদের পৃথিবীতে মোট ৭ টি মহাদেশ রয়েছে। এই ৭ টি মহাদেশের মধ্যে সবচেয়ে বড় মহাদেশ হলো “এশিয়া মহাদেশ”। এই বৃহত্তম মহাদেশে সর্বমোট ৫১ টি দেশ রয়েছে যার এবং ৩ টি স্বায়ত্তশাসিত দেশ। আর পুরো পৃথিবীতে স্বাধীন দেশ রয়েছে ১৯৫ টি। 

সুতরাং, এশিয়া মহাদেশ পৃথিবীর প্রায় এক তৃতীয়াংশ জায়গা জুড়ে অবস্থান করছে। অন্যান্য মহাদেশের তুলনায় এশিয়া মহাদেশের জনসংখ্যার পরিমাণ সবচেয়ে বেশি। কারণ, এই মহাদেশে সবচেয়ে বেশি জনসংখ্যা বহুলদেশ চীন ও ভারত অবস্থান করেছে। এশিয়া মহাদেশে অবস্থিত দেশগুলোর একটি তালিকা নিচে দেওয়া হলো।

দেশের নাম

রাজধানী

মুদ্রার নাম

বাংলাদেশ

ঢাকা

টাকা

ভারত

নয়াদিল্লি

রুপি

পাকিস্তান

ইসলামাবাদ

রুপি

শ্রীলংকা

শ্রী জয়বর্ধনপুর কোট (কলম্বো)

রুপি

নেপাল

কাঠমুন্ডু

রুপি

ভুটান

থিম্পু

গুলড্রাম

মালদ্বীপ

মালে

রুপিয়া

মায়ানমার

নাইপিদো

কিয়াত

আফগানিস্তান

কাবুল

আফগান 

ইন্দোনেশিয়া

জাকার্তা

রুপিয়া

মালয়েশিয়া

কুয়ালালামপুর

রিঙ্গিত

সিঙ্গাপুর

সিঙ্গাপুর সিটি

ডলার

থাইল্যান্ড

ব্যাংকক

বাথ

ভিয়েতনাম

হ্যানয়

ডং

লাওস

  ভিয়েন তিয়েন

কিপ 

কম্বোডিয়া

নমপেন

রিয়েল

ব্রুনাই

বন্দর সেরী

ডলার

পূর্ব তিমুর

দিলি

রুপাইয়া

ফিলিপাইন

ম্যানিলা

পেসো

কাজাকিস্তান

আলমাআতা

টেঙোর টেঙ্গে

কিরগিজিস্তান

বিশবেক

সোম

তাজিকিস্তান

দুশানবে

রুবল

তুর্কমেনিস্তান

আশঅখাবাদ

মানাত

উজবেকিস্তান

তাশখন্দ

সোম

আজারবাইজান

  বাকু

মানাত

চীন

বেইজিং

উয়ান

জাপান

টোকিও

ইয়েন

উত্তর কোরিয়া

পিয়ংইয়ং

ওয়োন

দক্ষিণ কোরিয়া 

সিউল

ওয়োন

তাইওয়ান

তাইপে

তাইওয়ান ডলার

মঙ্গোলিয়া

উলান বাটর

তুঘরিক

বাহরাইন

মানামা

দিনার

ইরান

তেহরান

রিয়াল

ইরাক

বাগদাদ

দিনার

ইজরায়েল

জেরুজালেম

শেকেল

জর্ডান

আম্মান

দিনার

কুয়েত

কুয়েত সিটি

দিনার

লেবানন

বৈরুত

পাউন্ড

ওমান

মাসকট

ওমানি রিয়াল

কাতার

দোহা

রিয়াল

সৌদি আরব

রিয়াদ

রিয়াল

সিরিয়া

দামেস্কো

পাউন্ড

ইয়েমেন

সানা

রিয়াল

সংযুক্ত আরব আমির

আবুধাবি

দিরহাম

তুরস্ক

আস্কারা

লিরা

ফিলিস্তিন

রামাল্লা

দিনার

আপনারা ইতিমধ্যে এশিয়া মহাদেশের কয়েকটি দেশ অবস্থান করছে তা জানতে পেরেছেন। এশিয়া মহাদেশ সম্পর্কে আরো গুরুত্বপূর্ণ তথ্য জানতে আর্টিকেলটি পড়তে থাকুন।

এশিয়া মহাদেশের আয়তন কত 

জনসংখ্যা অথবা ক্ষেত্রফল যাই বলুন সব দিক দিয়ে পৃথিবীর অন্য ৬ মহাদেশের তুলনায় এগিয়ে আছে এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশের আয়তন প্রায় ৪,৪৫,৭৯,০০০ বর্গ কিলোমিটার। যা পৃথিবীর মোট আয়তনের প্রায় ২৯.৫ শতাংশ। আর বাকি ৭০.৫ শতাংশ জায়গা জুড়ে অবস্থান করছে অন্য ৬ টি মহাদেশ। তাহলে বুঝতেই পারছেন এশিয়া মহাদেশ কত বড়।

আরো পড়ুনঃ বাংলাদেশ থেকে কুয়েত কত কিলোমিটার  

এশিয়ার মোট জনসংখ্যার পরিমাণ অন্যান্য মহাদেশের তুলনায় অনেক বেশি। এশিয়ার মোট জনসংখ্যা প্রায় ৪.৫৬১ বিলিয়ন। যা পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় ৬০ ভাগেরেও বেশি। এছাড়াও ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে এশিয়া মহাদেশকে ৫ টি ভাগে ভাগ করা হয়েছে। তা হলো-

  • পূর্ব এশিয়ার
  • দক্ষিণ - পূর্ব এশিয়ায়
  • দক্ষিণ এশিয়া 
  • পশ্চিম এশিয়া
  • মধ্য এশিয়া

এশিয়া মহাদেশের বৃহত্তম দেশ কোনটি

এশিয়া মহাদেশ যেমন পৃথিবীর অন্যসব মহাদেশের মধ্যে সবচেয়ে বড় একটি মহাদেশ। তেমনি এশিয়া মহাদেশে অবস্থিত সবগুলো দেশের মধ্য বড় দেশ রয়েছে। আয়তনের দিক দিয়ে যদি বিবেচনা করি তাহলে এশিয়ার মধ্যে সবচেয়ে বড় দেশ হলো “চীন”। যেই দেশের আয়তন প্রায় ৯৫,৬১,০০০ বর্গ কিলোমিটার। আবার জনসংখ্যার দিক থেকে যদি বিবেচনা করি তাহলেও এশিয়ার মধ্যে সবচেয়ে বড় দেশ “চীন”। যেই দেশের জনসংখ্যার পরিমাণ প্রায় ১৪০ কোটিরও বেশি।

এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ কোনটি

এশিয়া মহাদেশে আয়তনের দিক দিয়ে সবচেয়ে ছোট দেশ “মালদ্বীপ”। যে দেশের আয়তন প্রায় ২৯৮ বর্গ কিলোমিটার। আবার জনসংখ্যার দিক দিয়ে যদি বিবেচনা করি তাহলে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে ছোট দেশ “মালদ্বীপ”। যার জনসংখ্যা প্রায় ৪ লক্ষ।

এশিয়া মহাদেশে স্বাধীন দেশ কয়টি

এশিয়া মহাদেশের সর্বমোট দেশ রয়েছে ৫১ টি। যার মধ্যে স্বাধীন দেশ রয়েছে ৪৪ টি। আর ৩ টি স্বায়ত্তশাসিত দেশ রয়েছে। স্বায়ত্তশাসিত দেশ তিনটি হলো-

  • তাইওয়ান
  • হংকং এবং
  • ম্যাকাও

এশিয়ার সেন্ট্রাল দেশ কোন গুলো

আমাদের মাঝে অনেকেই এশিয়া মহাদেশের সকল দেশ সম্পর্কে জানলেও এশিয়া মহাদেশের সেন্ট্রাল বা কেন্দ্রীয় দেশগুলোর নাম জানে না। এশিয়া মহাদেশের সেন্ট্রাল দেশ বলা হয় যে এই সকল দেশকে তা হলো-

  • উজবেকিস্তান
  • তাজিকিস্তান
  • কাজাকিস্তান
  • তুর্কমেনিস্তান
  • কিরগিজস্তান

উপরে উল্লেখিত এই পাঁচটি দেশকে মূলত এশিয়া মহাদেশের সেন্ট্রাল দেশ বা কেন্দ্রীয় দেশ বলা হয়।

পূর্ব এশিয়ায় কোন কোন দেশ অবস্থিত

পূর্ব এশিয়ায় সর্বমোট আটটি দেশ অবস্থিত। যেই দেশগুলো হলো- চীন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, মঙ্গোলিয়া, জাপান, ম্যাকাও, হংকং। এই দেশগুলোর মধ্য স্বাধীন দেশ হলো-

আরো পড়ুনঃ কুয়েতের আয়তন কত

  • চীন
  • মঙ্গোলিয়া
  • উত্তর কোরিয়া
  • দক্ষিণ কোরিয়া
  • জাপান

পূর্ব এশিয়া এই ৫ টি স্বাধীন দেশ নিয়ে গঠিত। এছাড়াও এ পাঁচটি দেশকে দূর প্রাচ্যের দেশও বলা হয়।

দক্ষিণ - পূর্ব এশিয়ায় কোন কোন দেশ অবস্থিত

দক্ষিণ-পূর্ব এশিয়ায় দেশ রয়েছে ১১ টি। যে দেশগুলো নাম হলো-

  • মিয়ানমার
  • থাইল্যান্ড
  • লাওস
  • কম্বোডিয়া
  • ভিয়েতনাম
  • মালয়েশিয়া
  • সিঙ্গাপুর
  • ব্রুনেই
  • ফিলিপাইন
  • পূর্ব তিমুর
  • ইন্দোনেশিয়া

উপরে উল্লেখিত, এই ১১ টি দেশ নিয়ে মূলত দক্ষিণ-পূর্ব এশিয়া দেশ গঠিত হয়েছে।

দক্ষিণ এশিয়ায় অবস্থিত দেশ কোনগুলো

এশিয়া মহাদেশের একটি অংশ হলো দক্ষিণ এশিয়া। এই দক্ষিণ এশিয়া ৯ টি দেশ নিয়ে গঠিত হয়েছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই দেশগুলো মূলত দক্ষিণ এশিয়ায় অবস্থিত। দক্ষিণ এশিয়া যে ৯ টি দেশ নিয়ে গঠিত হয়েছে সেই দেশগুলোর নাম হলো-

  • বাংলাদেশ
  • ভারত
  • পাকিস্তান
  • ভুটান
  • নেপাল
  • আফগানিস্তান
  • ইরান
  • শ্রীলংকা
  • মালদ্বীপ

দক্ষিণ এশিয়ার এই ৯ টি দেশের মধ্য একটি দেশ ইরান বাদে বাকি ৮ টি দেশ সার্ক এর সদস্য।যেগুলোকে সার্কভুক্ত দেশ বলা হয়।

পশ্চিম এশিয়ায় কোন কোন দেশ অবস্থিত

পশ্চিম এশিয়ায় মোট দেশ রয়েছে ১৮ টি। যার মধ্যে স্বাধীন দেশ রয়েছে ১৪ টি। স্বাধীন দেশ গুলো হলো-

  • ইয়েমেন
  • ওমান
  • সংযুক্ত আরব আমিরাত
  • কাতার
  • বাহরাইন
  • কুয়েত
  • সৌদি আরব
  • ইরাক
  • জর্ডান
  • ইসরায়েল
  • সিরিয়া
  • লেবানন
  • তুরস্ক
  • আজারবাইজান

পশ্চিম এশিয়ার ১৮ টি দেশের মধ্য ৩ টি দেশ রয়েছে। যেগুলো ভৌগলিক দিক দিয়ে পশ্চিম এশিয়ার মধ্যে হলেও আসলে এই তিনটি দেশ ইউরোপ মহাদেশের দেশ। এই তিনটি দেশ হলো-

  • জর্জিয়া
  • আর্মেনিয়া
  • সাইপ্রাস

আরো পড়ুনঃ কুয়েতের মাথাপিছু আয় কত

পশ্চিম এশিয়ার ১৮ টি দেশের মধ্য ১ টি দেশ রয়েছে যেই দেশটি এখনো পুরোপুরিভাবে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি পায়নি। এই দেশটি হলো-

  • ফিলিস্তিন

১৫ই নভেম্বর ১৯৮৮ সালে এই দেশটি স্বাধীনতা লাভ করলেও যুক্তরাষ্ট্রসহ আরো কিছু দেশ এই ফিলিস্তিনকে স্বীকৃতি প্রদান করেনি। যার ফলে এই দেশটি এখনও পুরোপুরি ভাবে স্বাধীন দেশে হিসেবে স্বীকৃতি পায়নি।

মধ্য এশিয়ায় কোন কোন দেশ রয়েছে

মধ্য এশিয়ায় দেশ রয়েছে ৫ টি। এই পাঁচটি দেশ হলো-

  • তুর্কমেনিস্তান
  • উজবেকিস্তান
  • কাজাকিস্তান
  • কিরগিজস্তান
  • তাজিকিস্তান

এই পাঁচটি দেশকে মূলত এশিয়া মহাদেশের সেন্ট্রাল বা কেন্দ্র দেশ বলা হয়।

লেখকরের শেষ কথা

প্রিয় পাঠক বৃন্দ, আশা করি আপনারা এশিয়া মহাদেশ সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পেরেছেন। এই পোস্টটিতে এশিয়া মহাদেশ সম্পর্কে যা উল্লেখ করা হয়েছে তার সবকিছুই মূলত বিভিন্ন ধরনের পরীক্ষা যেমন- চাকরি পরীক্ষা, ভর্তি পরীক্ষা, ভাইভা পরীক্ষায় আসে। তাই পোস্টটি মনোযোগ সহকারে পড়ে শেষ করুন এবং খাতায় নোট করে নিন। আর পোস্টটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করুন। যাতে করে আমরা একটু উৎসাহ পাই এবং আরো গুরুত্বপূর্ণ পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি।

Share this post with your friends

See previous post See Next Post
No one has commented on this post yet
Click here to comment

Please comment according to Blogger Mamun website policy. Every comment is reviewed.

comment url