বাংলাদেশে কোন গেম খেলে টাকা আয় করা যায় বিকাশে পেমেন্ট

আজকের আর্টিকেলটিতে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি আপনাদের মাঝে অনেকের জন্য মজাদার হতে পারে। বিশেষ করে যারা সব সময় মোবাইল বা কম্পিউটারে গেম খেলতে পছন্দ করেন তাদের জন্য। কারণ আমাদের আজকের এই আর্টিকেলটি থেকে আপনারা জানতে পারবেন নতুন একটি ইনকাম করার উৎস সম্পর্কে। উৎসটি হলো গেম খেলে টাকা আয়। হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন। বর্তমানে বাংলাদেশে এমন অনেক গেম রয়েছে যেগুলো খেলে আপনি ভালো পরিমাণে অর্থ আয় করতে পারবেন। সেই সাথে বিনোদন তো থাকছেই। তাই অযথা আলতু ফালতু গেম খেলে সময় কেন নষ্ট করবেন।

বাংলাদেশে কোন গেম খেলে টাকা আয় করা যায়
আপনি যদি গেম খেলতে খুবই পছন্দ করেন, তাহলে এমন কিছু গেম খেলুন যেগুলো থেকে বিনোদন উপভোগ করার পাশাপাশি ভালো আয়ও করতে পারবেন। এখন প্রশ্ন করতে পারেন আমি তো সেই গেমগুলোর নাম জানিনা, তাহলে কিভাবে খেলবো। চিন্তা করবেন না আপনাদেরকে এই সম্পর্কে জানানোর জন্যই আজকের এই পোস্টটিতে আমরা বাংলাদেশে গেম খেলে টাকা আয় করা যায় এমন কিছু গেমের নাম জানিয়ে দেবো। আর হ্যাঁ এই গেম গুলো খেলে আপনি বিকাশেও পেমেন্ট নিতে পারবেন। তাই অবশ্যই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন।

বাংলাদেশে কোন গেম খেলে টাকা আয় করা যায় বিকাশে পেমেন্ট

আপনারা জেনে অবাক হবেন যে আপনারা যে বিনোদনের জন্য বা শখের বসে বা আগ্রহ থেকে গেম খেলেন সেই গেম থেকেও ভালো পরিমাণে অর্থ ইনকাম করা যায়। যা আমাদের মাঝে অনেকেই জানেনা কিন্তু বর্তমান সময়ে গেম খেলে টাকা ইনকাম করা সোশ্যাল মিডিয়ার একটি ভাইরাল নিউজ। বর্তমানে জনপ্রিয় অসংখ্য গেম রয়েছে যেগুলো খেলার মাধ্যমে আপনি ভালো পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন। কিন্তু প্রশ্ন হল সেই গেম কোনগুলো? এই প্রশ্নের উত্তরে আমরা আপনাদেরকে এই পোস্টটিতে এমন কিছু গেমের নাম সাজেস্ট করব যেগুলো খেলে আপনি বিনোদন উপভোগ করার পাশাপাশি অর্থ আয় করতে পারবেন। 

তবে এই সম্পর্কে জানার আগে আর একটা কথা না বললেই নয়। সম্প্রতি কিছুদিন আগেও আমরা জানতাম যে শুধুমাত্র অনলাইনে ফ্রিল্যান্সিং, ইউটিউবিং, ব্লগিং, বিভিন্ন ধরনের মার্কেটিং, ভিডিও এডিটিং, কনটেন্ট রাইটিং ইত্যাদির মাধ্যমে ইনকাম করা সম্ভব। কিন্তু আমরা শখের বসে যে গেম খেলি সেই গেম থেকে যে আয় করা সম্ভব এটি অবিশ্বাস্য ছিল। 

আরো পড়ুনঃ Taka Income BD App দিয়ে ইনকাম

কিন্তু বর্তমানে প্রযুক্তিবিদরা এই অবিশ্বাস্য বিষয়টিকে বিশ্বাসে রূপ দিয়েছে। বিভিন্ন ধরনের গেম নির্মাতা প্রতিষ্ঠানগুলো এমন কিছু গেম আবিষ্কার করেছে যেগুলো খেলে আপনি ভালো পরিমাণে অর্থ আয় করতে পারবেন সেই সাথে বিনোদন তো থাকছেই। আর তাই বর্তমান সময়ে এই গেম খেলে ইনকাম করার বিষয়টি ব্যাপক সাড়া জাগিয়েছে বিশেষ করে তরুণ সমাজের উপর। 

কেননা খেলার প্রতি তরুণদের এমনিতেই অনেক বেশি আগ্রহ থাকে। আর সেটা যদি হয় ইনকামের মাধ্যম তাহলে বুঝতেই পারছেন তাদের আগ্রহের পরিসীমাটা কোথায় গিয়ে ঠেকবে। এখন চলুন আমরা সেই আলোচনায় ফিরে যাই যে প্রশ্নটি উপরে করা হয়েছিল যে বাংলাদেশে কোন গেম খেলে টাকা আয় করা যায়। বাংলাদেশে যেসব গেম খেলে টাকা আয় করা যায় তার একটি তালিকা নিচে দেওয়া হল।

যে গেম খেলে টাকা ইনকাম করা যায়ঃ

  • আরিনা অফ ভেলোর গেম (Arena of Valor Game)
  • পাবজি গেম (Pubg Game)
  • এমপিএল গেম (MPL) 
  • উইঞ্জো গেম (Winzo Game)
  • ফ্রী ফায়ার গেম (Free Fire Game)
  • মোবাইল লেজেনস গেম (Mobile Legens Game)
  • ড্রিম ইলেভেন গেম (Dream 11 Game) 
  • জুপি গেম (Zupee Game)
  • বিগকাশ গেম (Bigcash Game)
  • হাওজাত গেম (Howzat Game)
  • মাই ১১ সার্কেল গেম (My11Circle Game)
  • রজধান গেম (Rozdhan Game)
  • Ballebaazi 
  • Rush Game
  • ক্যাসিনো গেমস (Casino Game)
  • Paytm ফার্স্ট গেম (Paytm Fast Game) 
  • ফ্যানকগ্লাস গেম (Fanclash Game)
  • হ্যাঁগো গেম  (Hago Game)
  • পোকেমন গেম (Pokemon Game)
  • বাল্ব স্মাস (Blub Smash Game)
  • কিউরেকা (Qureka Play)
  • বিটকয়েন গেম ( Bitcoin Game) 
  • Ludo Supreme
  • 8 Ball Pool
  • Real Racing 3
  • Rise of Kingdoms
  • কল অব ডিউটি
  • ক্লাশ অব ক্লানস
  • GTA Vice City
  • ক্যারাম পুল 
  • WHAFF Rewards 
  • এসইও গেম (SEO Game) সহ প্রভৃতি।

যদিও উপরে উল্লেখিত জ্ঞানগুলির মধ্যেও বাংলাদেশে কিছুদিনের জন্য pubg এবং free fire কে ব্যান্ড করা হয়েছিল। কিন্তু বর্তমানে সেটি খুলে দেওয়া হয়েছে। উপরে উল্লেখিত গেমগুলোর মধ্য থেকে আপনার পছন্দ অনুযায়ী যে কোন গেম খেলে অর্থ আয় করতে পারবেন। উপরে যতগুলো গেমের নাম তুলে ধরা হয়েছে তার সবগুলো গেম খেলেই আপনি মোটামুটি ভালো পরিমাণের একটি অর্থ আয় করতে পারবেন। তবে এই গেমগুলোর মধ্যে বর্তমান সময়ে বাংলাদেশে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং গেমগুলো থেকে সবচেয়ে বেশি আয় করতে পারবেন, সেই গেম গুলোর একটি তালিকা নিচে দেওয়া হল।

যে গেমগুলো খেলে বেশি টাকা আয় করা যায়ঃ

  • Bitcoin Game
  • Hago Game
  • Winzo Game
  • MPL Game
  • Pubg Game
  • Free Fire Game

উপরে উল্লেখিত এই গেম গুলো মূলত অনলাইন ভিত্তিক গেম। যে গেমগুলো আপনি বাংলাদেশসহ পৃথিবীর যেকোন প্রান্ত থেকে খেলে আয় করতে পারবেন। তবে হ্যাঁ একটি কথা না বললেই নয়, আমাদের মাঝে অনেকেই ভেবে থাকেন যে গেম খেলে টাকা ইনকাম করা খুবই সহজ এবং সস্তা। কিন্তু বিষয়টি মোটেও এমন নয়। বর্তমান সময়ের টাকা ইনকাম করা বড্ড কঠিন আর এর জন্য আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে। আর এটা আপনি ঘরে বসে করুন অথবা মাঠে করুন কিন্তু অর্থ ইনকাম করার জন্য আপনাকে পরিশ্রম করতেই হবে। 

আরো পড়ুনঃ বাংলাদেশি ফ্রি টাকা ইনকাম apps 2023

বিশেষ করে বাংলাদেশ থেকে গেম খেলে টাকা আয় করার বিষয়ে যদি আসি তাহলে এটি অনেক কমপ্লিকেটিভ। কারণ, এমন অনেক দেশ রয়েছে যেখানকার গেমারা অনেক বেশি পারদর্শী। তাই আপনি যদি বাংলাদেশ থেকে গেম খেলে টাকা আয় করতে চান তাহলে আপনাকে অ্যাডভান্স লেভেলের খেলোয়াড় হতে হবে। আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আর হ্যাঁ, গেম খেলে কিন্তু অবশ্যই টাকা আয় করা যায় কিন্তু এর জন্য একটু বেশি পরিশ্রম করতে হয়।

গেম খেলে টাকা আয় app

এ পর্যায়ে আমরা আপনাদেরকে বর্তমান সময়ের জনপ্রিয় কিছু গেম খেলে টাকা আয় করার অ্যাপস সাজেস্ট করব। যেগুলো আপনার মোবাইলের মাধ্যমে খেলে অর্থ আয় করতে পারবেন। এই যে অ্যাপসগুলো থেকে মূলত আপনি কাউকে রেফার করার মাধ্যমে, বিভিন্ন ধরনের কুইজ পূরণ করে, ইনভেস্ট করে, ভিডিও দেখে ইত্যাদির মাধ্যমে অর্থ আয় করতে পারবেন। এছাড়া আপনি এই অ্যাপসগুলোর মাধ্যমে গেম খেলেও অর্থ আয় করতে পারবেন। আবার এই অ্যাপ ব্যবহার করে আপনি বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইডে কাজ করতে পারবেন। নিচে গেম খেলে টাকা আয় করার কিছু জনপ্রিয় অ্যাপস এর তালিকা দেওয়া হল।

  • Taka Income Pro
  • InboxDollars
  • Swagbucks
  • SecondLife
  • PlayAndWin
  • Big Time Cash – EARN BY PLAYING GAME
  • Mistplay
  • GSN Cash Games
  • Yatzy Dice: Win cash
  • Qureka: Play Quizzes & Learn
  • HQ Trivia
  • Pogo Games
  • Hago 
  • PaidGamePlayer
  • Skillz
  • Qureka 
  • WinzoApp 
  • MPL 
  • Dream11 

গেম খেলে টাকা আয় বিকাশে 2024 apps

বর্তমান সময়ে বেশ কিছু গেম রয়েছে যেগুলো খেলে আপনি বিকাশে টাকা পেমেন্ট নিতে পারবেন। আর এই গেমগুলো বিকাশে টাকা পেমেন্ট করে বলে বেশি জনপ্রিয়তা লাভ করেছে। নিচে গেমের নামের তালিকা তুলে ধরা হলো যেগুলো খেলে আপনি টাকা আয় করতে পারবেন এবং সেই টাকাগুলো বিকাশে পেমেন্ট নিতে পারবেন।

  • Real Earn Money
  • Free Fire Apps 
  • Play & Earn Cash
  • Daily Taka

মোবাইলে গেম খেলে টাকা আয়

মোবাইলে গেম খেলে টাকা আয় করা যায় এমন কিছু গেমের নাম নিচে তালিকা করে তুলে ধরা হলো।

  • Dream 11
  • Money Well – Games for rewards
  • Freecash – Online Income
  • MPL – Biggest Gaming App
  • Mistplay
  • Cash Giraffe
  • Rewarded Play
  • Hago
  • AppStation: Games & Rewards
  • বার্ন টু আর্ন গেমিং অ্যাপস
  • এক্সপার্টিসিপেট
  • ক্যাশ আউট অ্যাপস
  • সুপার প্লে মোবাইল অ্যাপ

বাবুল গেম খেলে টাকা ইনকাম

ছোট থেকে বড় আমরা সবাই বাবুল গেম খেলতে পছন্দ করি। আর যেহেতু এই পোস্টটিতে আমরা বিভিন্ন ধরনের গেম নিয়ে আলোচনা করতেছি, যেগুলো খেলে আয় করা যায়। আর তাই এই অংশটিতে আমরা বাবুল গেম সম্পর্কে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দেব। বাবুল গেম খেলে টাকা ইনকাম করা যায় কিনা এই সম্পর্কে আপনারা অনেকেই সার্চ করে জানতে চান। অনেকে মনে করেন যে যেহেতু গেম খেলে টাকা আয় করা যায় সেহেতু বাবুল গেম খেলেও হয়তো টাকা আয় করা যাবে। কিন্তু না এটি সম্পূর্ণ ভু*য়া একটি তথ্য। 

আরো পড়ুনঃ বর্তমানে ফ্রিল্যান্সিং কোন কাজের চাহিদা বেশি (20+ কাজ)

বাবুল গেম খেলে আপনি কোন অর্থ আয় করতে পারবেন না। তবে এই গেম খেললে আপনাকে প্রতিটি লেভেল পার হওয়ার জন্য আপনার একাউন্টে ১৩০ থেকে ১৩৫ জমা হবে। কিন্তু আপনি সেই টাকা কোন মাধ্যমেই উইথড্রো দিতে পারবেন না। তাই আপনারা যারা বাবুল গেম খেলে টাকা আয় করার চিন্তা করেছেন তারা মাথা থেকে এই চিন্তা ঝেড়ে ফেলে দেন। আশা করছি আপনারা বাবুল গেম খেলে ইনকাম করার বিষয়টি বুঝতে পেরেছেন।

কিছু প্রশ্নের উত্তরঃ

এ পর্যায়ে আমরা আপনাদের গেম খেলা সম্পর্কে বিভিন্ন প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেছি।

গেম খেলে কি টাকা আয় করা যায়

আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে গেম খেলে কি টাকা আয় করা যায় কিনা। উত্তর হলো হ্যাঁ আপনি গেম খেলে ভালো পরিমাণে অর্থ আয় করতে পারবেন। তবে এটি আপনি যতটা সহজ ভাবতেছেন ততটা সহজ নয়। গেম খেলে টাকা আয় করার জন্য আপনাকে অনেক ব্রিলিয়ান্ট হতে হবে। আর গেম খেলে টাকা আয় করার জন্য আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। আশা করছি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর টি পেয়ে গেছেন।

গেম খেলে টাকা আয় করা কি হালাল নাকি হারাম?

গেম খেলে টাকা আয় করা হালাল নাকি হারাম এই প্রশ্নটি আপনারা অনেকেই করেছেন। বিশেষ করে যারা মুসলমান তাদের এই বিষয়টি সম্পর্কে জানা অতীব জরুরী। মুসলিম ধর্ম গ্রন্থের একটি হাদিসে বলা আছে যে যে খেলায় কোন প্রকার শারীরিক পরিশ্রম নেই এবং যে খেলায় নির্দিষ্ট কোন উদ্দেশ্য থাকে এই খেলা সম্পূর্ণভাবে হারাম, আর সেই খেলা থেকে উপার্জিত অর্থও হারাম। আর মোবাইলে গেম খেলার জন্য যেহেতু শারীরিক কোন পরিশ্রম হয় না সেহেতু গেম খেলে উপার্জিত অর্থ হারাম বলে বিবেচিত হবে। আশা করছি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর টি পেয়ে গেছেন।

Candy Crush Saga খেলে কি টাকা ইনকাম করা যায়?

হ্যাঁ আপনি Candy Crush Saga গেমটি খেলে অর্থ আয় করতে পারবেন। তবে এর জন্য আপনাকে অনেক ব্রিলিয়ান্ট হতে হবে। এবং গেম খেলায় পারদর্শী হতে হবে। আর এই গেমটি খেলে অর্থ উপার্জন করার জন্য আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে।

লেখকের শেষকথা

আপনি যদি এই সম্পূর্ণ পোস্টটি পড়ে থাকেন তাহলে হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে বাংলাদেশে কোন গেম খেলে টাকা আয় করা যায়। আমরা এই পোস্টটিতে আপনাদেরকে সর্বদা সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করেছি। তারপরেও আমরা যেহেতু মানুষ সেহেতু ভুল হতেই পারে আর যদি কোন ভুল হয়ে থাকে আশা করছি আপনারা সেই ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। 

আরো পড়ুনঃ মোবাইলে ইনকাম সাইট প্রতিদিন আয় করুন 1000 টাকা 2023

আর এই পোস্টটিতে উল্লেখিত গেমগুলো সম্পর্কে একটি সতর্কবার্তা হল - প্রত্যেকটি গেম বুঝেশুনে নিজ দায়িত্বে খেলতে হবে। তাছাড়া আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন।  আর আপনি যদি গেম খেলায় ভালো পারদর্শী হয়ে থাকেন তাহলে এই পোস্টটি তুমি লিখতে গেম গুলো আপনার জন্য সেরা হতে পারে। আশা করছি এই সম্পূর্ণ পোস্টটি আপনারা যারা গেম খেলতে পছন্দ করেন তাদের উপকারে আসবে। ধন্যবাদ।

Share this post with your friends

See previous post See Next Post
No one has commented on this post yet
Click here to comment

Please comment according to Blogger Mamun website policy. Every comment is reviewed.

comment url