কম্পিউটার কি - এবং কম্পিউটারের কয়টি অংশ ও কি কি জেনে নিন

 

বর্তমানে বহুল ব্যবহৃত ও দৈনন্দিন জীবনের অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো “কম্পিউটার” । আমরা সবাই জানি বর্তমান যুগ “ইনফরমেশন ও টেকনোলজির” উপর নির্ভরশীল । যার ফলে কম্পিউটারের ব্যবহার দিনদিন বেড়েই চলছে । আমাদের দেশে বেশিরভাগ মানুষই কম্পিউটার কি? এ সম্পর্কে জানলেও , কম্পিউটার কিভাবে চালাতে হয় , কম্পিউটারের কয়টি অংশ ও কি কি , কম্পিউটারের সকল  যন্ত্রাংশের নাম ও পরিচিতি ইত্যাদি বিষয় সম্পর্কে অজানা থাকে । চলুন  আজকের পোস্টটিতে আমরা এ সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ।

কম্পিউটার কি - এবং কম্পিউটারের কয়টি অংশ ও কি কি
আপনি কি কম্পিউটার সম্পর্কে বিস্তারিত জানতে চান। তাহলে নিচের আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে থাকুন। তাহলে আপনি কম্পিউটার কি এবং কম্পিউটারের কয়টি অংশ কি কি তা জানতে পারবেন।

কম্পিউটার কি

কম্পিউটার হলো একটি সুনির্দিষ্ট যন্ত্র যা নির্দেশ অনুসরণ করে গাণিতিক গণনা সংক্রান্ত কাজ করে ।কম্পিউটার শব্দটি “গ্রিক” শব্দ “কম্পিউট” (compute) থেকে এসেছে । যার অর্থ হচ্ছে “গণনা” করা । আর কম্পিউটার শব্দের অর্থ হলো “গণনাকারী যন্ত্র” ।

কিন্তু কম্পিউটারকে এখন শুধু গণনাকারী যন্ত্র  বললে ভুল হবে । কারণ কম্পিউটার এখন বিভিন্ন তথ্য গ্রহণ করে এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তা আমাদের সামনে উপস্থাপন করে । কম্পিউটারের প্রথম ধারণা দেন বিজ্ঞানী চার্লস ব্যাবেজ (Charles Babbage) । আর বাংলাদেশে প্রথম কম্পিউটার আসে ১৯৬৪ সালে ।

কম্পিউটার কিভাবে চালাতে হয়

আপনি যদি কম্পিউটার কিভাবে চালাতে হয় তা না জেনে থাকেন । তাহলে নিচের কম্পিউটার চালানোর চারটি কৌশল জেনে নিন । তাহলে আপনি খুব সহজেই একটি কম্পিউটার চালু করতে পারবেন ।

  • প্রথমে বিদ্যুৎ বোর্ডের switch on করুন
  • UPS- ( uninterruptible power supply ) অন করুন
  • CPU- ( Central Processing Unit ) এর পাওয়ার বোতাম টিপুন
  • কম্পিউটার বুট করা শেষ হলে , Password থাকলে Password ‍দিন 

কম্পিউটারের কয়টি অংশ ও কি কি

আসলে কম্পিউটার হলো এমন একটি সুনির্দিষ্ট যন্ত্র যা অ্যালগরিদমের নির্দেশ অনুসরণ করে মানুষের তুলনায় দ্রুত গতিতে গাণিতিক সমস্যা সমাধান করে । 

আরও পড়ুনঃ মোবাইল ফোন ব্যবহারের সুফল ও কুফল 

আর একটি যন্ত্রকে কম্পিউটার বলা হবে তখন যখন নিচের ৪টি অংশ সেই যন্ত্রটির মধ্যে থাকবে ।

কম্পিউটারের মূল অংশ হলো ৪টিঃ

১। ইনপুট ইউনিট

২। মেমোরি বা স্টোরেজ ইউনিট

👉 মেমোরি বা স্টোরেজ আবার ২ ধরণের ।
  • RAM - Random Access Memory
  • ROM - Read-Only Memory

৩। প্রসেসিং ইউনিট

৪। আউটপুট ইউনিট

কম্পিউটার কি কি কাজে ব্যবহার করা যায়

কম্পিউটার বর্তমানে সমগ্র বিশ্বের কাছে একটি বহুল আলোচিত ডিভাইস।  যার ব্যবহার দিন দিন অত্যাধিক হারে বৃদ্ধি পাচ্ছে । কম্পিউটার দিয়ে যত কাজ করা সম্ভব অন্য কোন ইলেকট্রনিক ডিভাইস দিয়ে তা সম্ভব নয় । তাই চলুন কম্পিউটার কি কি কাজে ব্যবহার করা যায় তা জেনে নেই । 

চিকিৎসা বিজ্ঞানে কম্পিউটারের ব্যবহারঃ

বর্তমানে চিকিৎসা ক্ষেত্রে কম্পিউটার ব্যবহারের ফলে চিকিৎসার কাজে অতুলনীয় উন্নয়ন সাধন করা সম্ভব হয়েছে । যেমন - দৃষ্টিশক্তি পরীক্ষা , ক্যান্সার পরীক্ষা , প্যাথলজিক্যাল পরীক্ষা , টিউমারে গঠন নির্ণয় ইত্যাদি পরীক্ষায় কম্পিউটার খুব দ্রুত ফলাফল প্রদান করেছে । তাছাড়া বর্তমানে বিভিন্ন রোগের ওষুধ নির্ধারণ এবং ওষুধের মান নিয়ন্ত্রণ করা হচ্ছে কম্পিউটারের মাধ্যমে ।

অফিসিয়াল কাজে কম্পিউটার এর ব্যবহারঃ

আমাদের দেশে  কম্পিউটার মূলত ওয়ার্ড প্রসেসিং বা লেখা-লেখির কাজে বেশি ব্যবহৃত হয় । বর্তমান সময়ে অফিস আদালতের ব্যবস্থাপনার যাবতীয় কাজে কম্পিউটারের ব্যবহার ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে । যেমন - বিজ্ঞাপন প্রকাশ , চিঠিপত্র লেখা , ফাইল রক্ষণাবেক্ষণ , রেকর্ড বা এক্সেল ফাইল সংরক্ষণ , হিসাব-নিকাশ ইত্যাদি কাজ কম্পিউটার দ্বারা খুব সহজে করা সম্ভব হচ্ছে । 

মহাকাশ গবেষণার কাজে কম্পিউটারের ব্যবহারঃ

বর্তমানে বিজ্ঞানীরা কম্পিউটার ব্যবহার করে বিভিন্ন গ্রহ , নক্ষত্র নিয়ে গবেষণা করতে পারছে ।এছাড়াও মহাকাশযান পরিচালনা এবং মহাকাশের গতিপথ নির্ণয়ের ক্ষেত্রেও কম্পিউটার ব্যবহার করা হচ্ছে।

ব্যাংকিং কাজে কম্পিউটারে ব্যবহারঃ

বর্তমান বিশ্বে এমন কোন ব্যাংক খুঁজে পাওয়া যাবে না যেটা কম্পিউটার দ্বারা পরিচালিত হয় না । এক কথায় বলা যায় ব্যাংকের সকল কার্যক্রম এখন কম্পিউটার দ্বারা পরিচালিত হয় । যেমন -চেকের হিসাব , ডেবিট-ক্রেডিটের হিসাব ইত্যাদি । যার ফলে গ্রাহকদের আর চেক জমা দিয়ে টাকা নেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় না ।

ব্যবসা-বাণিজ্যের কাজে কম্পিউটারে ব্যবহারঃ

বর্তমানে ব্যবসা-বাণিজ্যের কাজে কম্পিউটারের ভূমিকা অপরিসীম । যেমন - ব্যালেন্স শিট তৈরি, হিসাব সংরক্ষণ , পে-রোল , ফান্ড ট্রান্সফার , আয়-ব্যয় হিসাব ইত্যাদি কাজ কম্পিউটার দ্বারা খুব দ্রুত করা সম্ভব ।

কারখানার কাজে কম্পিউটারের ব্যবহারঃ 

এখন কম্পিউটার ব্যবহার করে কল-কারখানার যাবতীয় হিসাব সংরক্ষণ করা হয় । যেমন কাঁচামাল আমদানি হিসাব , রপ্তানি হিসাব , শ্রমিক-কর্মীদের মাসিক বেতনের হিসাব , বার্ষিক রিপোর্ট ও বাজেট তৈরি ইত্যাদি ।

শিক্ষা প্রসারের কাজে কম্পিউটারের ব্যবহারঃ

কম্পিউটার ব্যবহার করে এখন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন কাজ সম্পন্ন করা হচ্ছে । যেমন- দ্রুত পরীক্ষার ফলাফল প্রকাশ , ছাত্র-ছাত্রীদের বেতনের হিসাব, বছর অনুযায়ী ছাত্র-ছাত্রীদের পাশ ও ফেলের হিসাব ইত্যাদি এখন কম্পিউটার দ্বারা নির্ণয় করা হচ্ছে ।

প্রতিরক্ষার কাজে কম্পিউটারের ব্যবহারঃ

বিভিন্ন ধরনের যুদ্ধ-জাহাজ , যুদ্ধ-বিমান , ক্ষেপণাস্ত্র ও মিসাইল নিয়ন্ত্রণ ইত্যাদি প্রতিরক্ষার কাজে কম্পিউটারের ভূমিকা অতুলনীয় । বর্তমানে প্রতিরক্ষার কাজে কম্পিউটার ব্যবহারের ফলে ব্যাপক উন্নতি সাধিত হয়েছে ।

উপরের উল্লিখিত  ক্ষেত্র গুলো বাদেও আরও অনেক ক্ষেত্র আছে যেখানে কম্পিউটার ব্যবহৃত হয়ে থাকে ।

কম্পিউটারের সকল যন্ত্রাংশের নাম ও পরিচিতি

উপরের বর্ণনা থেকে আমরা কম্পিউটার সম্পর্কে কম বেশি ধারণা পেয়েছি । এখন আমি আপনাদের মাঝে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ।

মাদারবোর্ড (Motherboard)

একটি কম্পিউটারের প্রধান অংশ বলা হয় “মাদারবোর্ডকে” । অনেকে আবার মাদারবোর্ডকে কম্পিউটারের ব্যাকবোন বা মেরুদন্ড বলে আখ্যায়িত করেছেন । মাদারবোর্ড হচ্ছে মূলত একটি কম্পিউটারের প্রধান সার্কিট বোর্ড বা সিপিইউ । যেখানে কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়ার মডিউল যেমন ( পাওয়ার সাপ্লাই , সিপিও , প্রসেসর , র‍্যাম ইত্যাদি ) ডিভাইস সংযুক্ত থাকে । একটি কম্পিউটারের হার্ডওয়ারগুলোর সম্পূর্ণ ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থা নির্ভর করে মাদারবোর্ডের উপরে । তাই মাদারবোর্ডকে একটি পরিবারের মায়ের সাথে তুলনা করা হয় । 

প্রসেসর (Processor)

একটি দেশের প্রধান চালিকাশক্তি যেমন সেই দেশের “অর্থনীতি” তেমনি একটি কম্পিউটারের প্রধান চালিকাশক্তি হল “প্রসেসর” । অর্থনীতি ছাড়া যেমন একটি দেশ চালানো সম্ভব নয় তেমনি প্রসেসর ছাড়া কম্পিউটার চালানোও সম্ভব নয় । প্রসেসর কম্পিউটারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট । এটি মূলত মাদারবোর্ডের মাঝখানে অবস্থান করে । প্রসেসরের কাজ হল বিভিন্ন ডেটাকে প্রসেস করে বা প্রক্রিয়াজাত করণের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী করে তোলা ।

আরও পড়ুনঃ শিক্ষাক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার

পাওয়ার সাপ্লাই (Power Supply)

একটি গাড়ি চালানোর জন্য যেমন “তেলের” দরকার তেমনি একটি কম্পিউটার চালানোর জন্য দরকার “বিদ্যুৎতের” । আর এই বিদ্যুৎ কম্পিউটারের ভিতরে প্রবেশ করিয়ে প্রতিটি ডিভাইসকে সক্রিয় রাখার কাজ করে “পাওয়ার সাপ্লাই” । এটি যদি কম্পিউটারে সঠিকভাবে পাওয়ার সাপ্লাই না দিতে পারে , তাহলে কম্পিউটারে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে । তাই পাওয়ার সাপ্লাই কম্পিউটারের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ ।

র‌্যাম (RAM- Random Access Memory)

RAM হল একটি কম্পিউটারের ডাটা বা উপাত্ত সংরক্ষণের মাধ্যমে । এটি সাধারণত মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে । এটিকে অস্থায়ী মেমোরি বলা হয় । একটি কম্পিউটারে RAM এর সাইজ যত বেশি হয় , RAM তত বেশি স্মৃতি ধারণ করতে পারে এবং সেই কম্পিউটার তত বেশি স্পিডে কাজ করতে পারে । RAM এর কাজ মূলত প্রসেসরকে তার কাজ মনে করিয়ে দেওয়া ।

হার্ডডিক্স (Hard Disk Drive)

একটি কম্পিউটারের সংরক্ষণাগার বলা হয় “হার্ডডিক্স (Hard Disk Drive)” কে । একজন কম্পিউটার ব্যবহারকারী তার সকল তথ্য এখানে সংরক্ষণ করে রাখতে পারেন । এবং প্রয়োজন হলে পুনরায় সেখান থেকে ডাটাগুলো সংগ্রহ করতে পারেন । হার্ডডিক্সের জায়গা যত বেশি হবে একজন কম্পিউটার ব্যবহারকারী সেখানে তত বেশি ডাটা সংরক্ষণ করতে পারবেন ।

গ্রাফিক্স কার্ড (Graphics Card)

গ্রাফিক্স কার্ডকে মূলত গ্রাফিক্স এডাপ্টার , গ্রাফিক্স কন্ট্রোলার , ভিডিও এডাপ্টার , ডিসপ্লে এডাপ্টার , গ্রাফিক্স এক্স-লেটর  বলেও বলা যেতে পারে । গ্রাফিক্স কার্ডের কাজ মূলত মনিটরের সাহায্যে যাবতীয় ডাটার আউটপুট সুন্দরভাবে মানুষের সামনে প্রদর্শন করা । গ্রাফিক্স কার্ড কারা ব্যবহার করে? যারা গ্রাফিক্সের কাজ করে এবং হাই কোয়ালিটি রেজুলেশন সম্পন্ন গেম খেলে তারাই গ্রাফিক্স কার্ড বেশি ব্যবহার করে ।

ডিভিডি রাইটার (DVD Writer)

ডিভিডি রাইটার (DVD) যার পূর্ণরূপ হল- Digital Video Disc বা Digital Versatile Disc । এটির কাজ হলো কোন ডকুমেন্ট কপি করে হার্ডডিক্সে সংরক্ষণ করা , আবার হার্ডডিস্ক থেকে পুনরায় তা সিডিতে রাইট করা । এছাড়াও এটি সফটওয়্যার ইনস্টল ও কম্পিউটারে  উইন্ডোজ দিতে প্রয়োজন হয় । কিন্তু বর্তমানে পেনড্রাইভ আসার ফলে এর ব্যবহার অনেক কমে গেছে ।

মনিটর ( Monitor)

এটি একটি আউটপুট ডিভাইস । সাধারণত মনিটরের সাথে কম্পিউটারের কোন সম্পর্ক নেই ।  একটি কম্পিউটার মনিটর ছাড়াও পরিচালনা করা যায় তবে ব্যবহারকারী সুবিধার্থে মনিটর ব্যবহার করা হয় ।যাতে ব্যবহারকারী তার আউটপুট দেখতে পারে ।

কিবোর্ড (Keyboard)

কম্পিউটারের একটি ইনপুট ডিভাইস হলো কিবোর্ড । কম্পিউটারে বিভিন্ন ধরনের টেক্সট ও কমান্ড লিখে ইনপুট দেওয়ার জন্য যে ডিভাইসটি ব্যবহার করা হয় , তাকে কি বোর্ড বলে । কিবোর্ডের মাধ্যমে আমরা কম্পিউটার কে বিভিন্ন ধরনের ইন্সট্রাকশন দিয়ে থাকি ।

মাউস (Mouse)

কম্পিউটারের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস হলো মাউস যা কম্পিউটার স্ক্রিনে পয়েন্টার বা কার্সার নিয়ন্ত্রণ করে । কিবোর্ড যেমন কম্পিউটারকে টাইপ করার মাধ্যমে ইন্সট্রাকশন  দেয় তেমনি মাউস ক্লিক করার মাধ্যমে কম্পিউটারকে ইন্সট্রাকশন দিয়ে থাকে ।

যে ১০টি কম্পিউটার স্কিল অর্জন না করলেই নয়

জীবন গঠনের উপযুক্ত সময় হলো ছাত্রজীবন । এই সময়টাতে শিক্ষার্থীরা পড়াশোনা পাশাপাশি কিছু গুণ ও দক্ষতা অর্জন করে যা তাদের সারা জীবন কাজে লাগে । তাছাড়া বর্তমান যুগ হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ । এই যুগে কম্পিউটার ছাড়া সবকিছু একেবারেই অচল বলা চলে ।

কি করা যায় না কম্পিউটার দিয়ে? ঘরের কাছ থেকে শুরু করে অফিসের যাবতীয় কাজ আজ কম্পিউটারের মাধ্যমে সম্পূর্ণ করা হচ্ছে । তাই কম্পিউটার সম্পর্কে কিছু স্কিল জানা খুবই জরুরী ।পরীক্ষার আগে যেমন পড়া জরুরী , তেমনি চাকরিতে ঢোকার আগে কিছু কম্পিউটার স্কিল থাকা জরুরী ।

তাই ছাত্র-ছাত্রীদের কম্পিউটারের উপর বেসিক নলেজ থাকা খুবই জরুরী । এখন প্রশ্ন জাগতে পারে কম্পিউটারের  কোন বিষয়ের উপর দক্ষতা থাকাটা জরুরী? চলুন তাহলে জেনে নেওয়া যাক  কম্পিউটারের  কোন কোন বিষয়ের উপর দক্ষতা থাকাটা জরুরী-

  • বাংলা এবং ইংরেজি টাইপিং  দক্ষতা
  • ডকুমেন্ট তৈরি
  • কিবোর্ড শর্টকাট জানা
  • গাণিতিক সমস্যাবলি এবং ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট দক্ষতা
  • প্রেজেন্টেশন এর দক্ষতা
  • গ্রাফিক্স ডিজাইনিং
  • বেসিক কম্পিউটার হার্ডওয়্যার
  • অপারেটিং সিস্টেম সম্পর্কে ধারণা
  • সোশ্যাল নেটওয়ার্কিং
  • অনলাইনে কাজ করা
  • অনলাইন নৈতিকতা ও নিরাপত্তা
  • রিসার্চ করা 

উপসংহারঃ প্রিয় ভিজিটর , আশা করছি পুরো পোস্টটি থেকে আপনারা কম্পিউটার সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন । এমন আরো সুন্দর সুন্দর প্রযুক্তি বিষয়ক পোস্ট পেতে আমাদের  ওয়েবসাইটটি ব্লগার মামুন নিয়মিত ভিজিট করুন । সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

Share this post with your friends

See previous post See Next Post
No one has commented on this post yet
Click here to comment

Please comment according to Blogger Mamun website policy. Every comment is reviewed.

comment url