বাংলাদেশে সিঙ্গাপুর ভিসা এজেন্টদের লিস্ট দেখে নিন

আমাদের অনেকেরই স্বপ্নের একটি দেশ “সিঙ্গাপুর”। যেই দেশে যেতে হলে প্রয়োজন ভিসার। আর আমাদের মাঝে অনেকেই এই ভিসা তৈরি করতে গিয়ে ধরা খায়। তাই আপনাদের মাঝে আজকে আমরা বাংলাদেশে সিঙ্গাপুর ভিসা এজেন্টদের লিস্ট তুলে ধরব। যাতে করে আপনারা ভুয়া এজেন্ট এর খপ্পরে না পারেন। চলুন তাহলে এক নজরে বাংলাদেশে সিঙ্গাপুর ভিসা এজেন্টদের লিস্ট দেখে নেই।

বাংলাদেশে সিঙ্গাপুর ভিসা এজেন্টদের লিস্ট দেখে নিন
আপনি বা আপনারা যদি সিঙ্গাপুর যেতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই এজেন্টের মাধ্যমে সিঙ্গাপুর যেতে হবে। তাই আপনাদেরকে জানানোর উদ্দেশ্যে এই পোস্টটিতে বাংলাদেশে ‍সিঙ্গাপুর ভিসা এজেন্টদের লিস্ট তুলে ধরা হয়েছে। যাতে করে আপনারা বৈধ এজেন্টের মাধ্যমে সিঙ্গাপুর যেতে পারেন।

বাংলাদেশে সিঙ্গাপুর ভিসা এজেন্টদের লিস্ট - বাংলাদেশে সিঙ্গাপুর ভিসা এজেন্টদের লিস্ট দেখে নিন

পৃথিবীর মধ্যে অন্যতম ধনী একটি রাষ্ট্র “সিঙ্গাপুর”। যেই দেশের মুদ্রাকে ডলারে প্রকাশ করা হয়। সিঙ্গাপুরের ১ ডলার বর্তমানে বাংলাদেশের প্রায় ৮১ টাকার সমান। যার ফলে বাংলাদেশ থেকে প্রতিবছর প্রায় হাজার হাজার মানুষ এই দেশে কাজের জন্য যায়। অনেকে আবার এই দেশে বেড়াতে যায়। 

এখন আপনি যদি সিঙ্গাপুরে বেড়াতে অথবা কাজের জন্য যেতে চান তাহলে আপনাকে অবশ্যই সিঙ্গাপুর ভিসা এজেন্ট সম্পর্কে জানতে হবে। কেননা বর্তমানে বাংলাদেশে সিঙ্গাপুরে যাওয়ার জন্য অনেক এজেন্সি রয়েছে। যেগুলোর মধ্যে কিছু এজেন্সি বৈধ আর কিছু এজেন্সি অবৈধ। 

এখন আপনি যদি অবৈধ এজেন্সি গুলোর মাধ্যমে সিঙ্গাপুর যান তাহলে আপনাকে অবশ্যই সমস্যার সম্মুখীন হতে হবে। ইভেন অনেক বড় ধরাও খেতে পারেন। আর আপনি যদি বৈধ এজেন্সি গুলোর মাধ্যমে সিঙ্গাপুর যান তাহলে আপনাকে কোন প্রকার সমস্যার সম্মুখীন হতে হবে না।

আরো পড়ুনঃ কুয়েতে সর্বনিম্ন বেতন কত

এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে-আমরা বৈধ ও অবৈধ এজেন্সি চিনবো কিভাবে। তাই আপনাদেরকে জানানোর জন্য এই পোস্টটিতে বাংলাদেশে সিঙ্গাপুর ভিসা এজেন্টের একটি লিস্ট তুলে ধরা হয়েছে। 

বাংলাদেশের সিঙ্গাপুর ভিসা এজেন্টের লিস্ট দেখে নিন।

  • আন্তর্জাতিক ভ্রমণ কর্পোরেশন
  • সায়মন্ড ওভারসিজ
  • ইউনিয়ন টুরিস্ট এন্ড ট্রাভেল লিমিটে
  • ডিসকভারি টুলস এন্ড লজিস্টিক ‍
  • সিল্ক ওয়েস্ট সার্ভিসেস লিমিটেড
  • Parkway হাসপাতাল সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড
  • ট্যালন কর্পোরেশন লিমিটেড
  • ভিক্টরি ট্রাভেলস লিমিটেড
  • মেডিকনসাল্ট লিমিটেড
  • ভ্যালেন্সিয়া এয়ার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস
  • রিজেন্সি ট্রাভেলস লিমিটেড
  • নভোএয়ার লিমিটেড
  • লেক্সাস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস

উপরে উল্লেখিত সবগুলো এজেন্সিই বাংলাদেশের মধ্যে বৈধ ও সরকারি এজেন্সি নামে পরিচিত। এছাড়াও বাংলাদেশ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে যেগুলো সিঙ্গাপুরে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের ভিসা প্রোভাইড করে থাকে।

বাংলাদেশে সিঙ্গাপুর ভিসা এজেন্টদের লিস্ট ও ঠিকানা

আপনাদের মাঝে যারা সিঙ্গাপুর যেতে চান তাদের অবশ্যই বাংলাদেশে সিঙ্গাপুর ভিসা এজেন্টদের লিস্ট ও ঠিকানা সম্পর্কে জানা দরকার। তাই নিচে বাংলাদেশে সিঙ্গাপুর ভিসা এজেন্টদের লিস্ট ও ঠিকানা তুলে ধরা হলো-

ভিসা এজেন্টদের নাম

ঠিকানা

আন্তর্জাতিক ভ্রমণ কর্পোরেশন

গুলশান -  ঢাকা

সায়মন্ড ওভারসিজ

গুলশান -  ঢাকা

ইউনিয়ন টুরিস্ট এন্ড ট্রাভেল লিমিটে

গুলশান -  ঢাকা

ডিসকভারি টুলস এন্ড লজিস্টিক

বনানী - ঢাকা

সিল্ক ওয়েস্ট সার্ভিসেস লিমিটেড 

বনানী - ঢাকা

Parkway হাসপাতাল সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড

গুলশান -  ঢাকা

ট্যালন কর্পোরেশন লিমিটেড

গুলশান -  ঢাকা

ভিক্টরি ট্রাভেলস লিমিটেড

মতিঝিল - ঢাকা

মেডিকনসাল্ট লিমিটেড

গুলশান -  ঢাকা

ভ্যালেন্সিয়া এয়ার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস

মতিঝিল - ঢাকা

রিজেন্সি ট্রাভেলস লিমিটেড

বনানী - ঢাকা

নভোএয়ার লিমিটেড

বনানী - ঢাকা

লেক্সাস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস

বাংলা মটর -  ঢাকা

বাংলাদেশে সিঙ্গাপুর ভিসা এজেন্টদের লিস্ট ও ফোন নাম্বার

নিচে বাংলাদেশে সিঙ্গাপুর ভিসা এজেন্টদের লিস্ট ও ফোন নাম্বারের একটি তালিকা তুলে ধরা হলো।

ভিসা এজেন্টদের নাম

ফোন নাম্বার

আন্তর্জাতিক ভ্রমণ কর্পোরেশন

9885479-80

সায়মন্ড ওভারসিজ

9882273-74

ইউনিয়ন টুরিস্ট এন্ড ট্রাভেল লিমিটে

9854566-77

ডিসকভারি টুলস এন্ড লজিস্টিক

9863344

সিল্ক ওয়েস্ট সার্ভিসেস লিমিটেড 

9888211-20

Parkway হাসপাতাল সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড

01736-000000

ট্যালন কর্পোরেশন লিমিটেড

9894028

ভিক্টরি ট্রাভেলস লিমিটেড

9556129

মেডিকনসাল্ট লিমিটেড

029840033

ভ্যালেন্সিয়া এয়ার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস

7118695

রিজেন্সি ট্রাভেলস লিমিটেড

9888270

নভোএয়ার লিমিটেড

01978-443717

লেক্সাস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস

01678-000266

বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যেতে কত টাকা লাগে

আমাদের মাঝে অনেকেই আছে যাদের মনে প্রশ্ন থাকতে পারে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যেতে কত টাকা লাগে। আসলে এই প্রশ্নের উত্তর আপনি কোন ধরনের ভিসায় সিঙ্গাপুর যাচ্ছেন তার উপর নির্ভর করে। বর্তমানে সিঙ্গাপুরে দুই ভাবে যাওয়া যায়।

  • স্কেল করার মাধ্যমে ও
  • আন স্কেল এর মাধ্যমে

স্কেল করার মাধ্যমে আপনি যদি সিঙ্গাপুর যান তাহলে আপনার বাংলাদেশি টাকায় ৯ থেকে ১০ লক্ষ টাকা খরচ হবে। এক্ষেত্রে আপনি সিঙ্গাপুরে ১৮ বছর থাকতে পারবেন। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে স্কেল করতে আবার কত খরচ হবে। নতুন স্কেল করতে সাধারণত ৬ থেকে ৭ লাখ টাকা লাগে আর আইপি করতে লাগে ২ থেকে ৩ লাখ। সব মিলিয়ে স্কেল করার মাধ্যমে সিঙ্গাপুর যেতে আপনার ৯ থেকে ১০ সলাখ টাকা খরচ হবে।

আরো পড়ুনঃ কুয়েত ড্রাইভিং ভিসা বেতন কত

অন্যদিকে, আন স্কেল এর মাধ্যমে আপনি যদি সিঙ্গাপুর যান তাহলে আপনার ৫ থেকে ৭ লাখ টাকার মত খরচ হবে। এক্ষেত্রে আপনি ২ বছরের বেশি সময় সিঙ্গাপুর থাকতে পারবেন না। তাই আমার মতে স্কেল করার মাধ্যমে সিঙ্গাপুর যাওয়ায় আপনাদের জন্য ভালো হবে।

আর হ্যাঁ, আপনি যদি দালালের মাধ্যমে সিঙ্গাপুর যেতে চান তাহলে আপনার বাংলাদেশি টাকায় প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকা খরচ হবে।

বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যেতে কত সময় লাগে

আমাদের মাঝে অনেকেই বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যেতে কত সময় লাগে এই সম্পর্কে জানতে চান। এই প্রশ্নের উত্তর জানার আগে আপনাকে জানতে হবে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর কত দূর। বাংলাদেশ থেকে সিঙ্গাপুরের সর্বমোট দূরত্ব প্রায় ১৮০০ মাইল। বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যাওয়ার দুটি পথ রয়েছে।

  • জলপথ ও
  • আকাশ পথ

এখন আপনি যদি জল পথে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যেতে চান তাহলে আপনার ৭২ ঘন্টার অধিক সময় লাগবে। আর আপনি যদি আকাশ পথে সিঙ্গাপুর যেতে চান তাহলে আপনার ৪ ঘন্টা ৫ থেকে ৩০ মিনিট সময় লাগবে। এক্ষেত্রে আপনি যে প্লেনে যাবেন সে প্লেনের দ্রুতসীমা যদি বেশি হয় তাহলে আপনার সিঙ্গাপুর পৌঁছাতে ৪ ঘন্টা ৫ মিনিট সময় লাগবে।

সিঙ্গাপুর যেতে কি কি ডকুমেন্টস্ লাগে

আপনি যদি সিঙ্গাপুর যেতে চান তাহলে আপনার অবশ্যই কিছু ডকুমেন্টস প্রয়োজন হবে। যেই ডকুমেন্টস গুলো ছাড়া আপনি সিঙ্গাপুর ভিসার আবেদন করতে পারবেন না। সাধারণত সিঙ্গাপুর যেতে যে সকল ডকুমেন্টস লাগে তা হলো-

  • আপনাকে সিঙ্গাপুর ফি বাবদ ৩০০ ডলার জমা দিতে হবে।
  • আপনাকে সিঙ্গাপুর যাওয়ার জন্য সিঙ্গাপুরের আমন্ত্রণ পত্র পেতে হবে।
  • সদ্য তোলা দুই কপি রঙিন ছবি যার ব্যাকগ্রাউন্ড সাদা হবে (পাসপোর্ট সাইজের)।
  • আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ বছর হতে হবে।
  • আবেদনকারীর একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে।
  • ৬ মাস মেয়াদ আছে এমন পাসপোর্ট থাকতে হবে।
  • আপনার পাসপোর্টের একটি পাতা ফাঁকা রাখতে হবে।

আরো পড়ুনঃ কুয়েত কোম্পানি ভিসা বেতন কত

সিঙ্গাপুর যেতে হলে সাধারণত উপরে উল্লেখিত ডকুমেন্টসগুলো প্রয়োজন হয়। এছাড়াও সিঙ্গাপুর যাওয়ার জন্য আপনাকে আরো কিছু শর্ত মানতে হবে। শর্ত গুলো হলো-

  • সিঙ্গাপুর ওর কিসের জন্য প্রয়োজনীয় শর্তাবলী গুলো মেনে চলতে হবে।
  • সিঙ্গাপুরের যাওয়ার পর নিজস্ব কোন ব্যবসা শুরু করা যাবে না বা অন্য কোন ব্যবসার সাথে যুক্ত হওয়া যাবেনা।
  • সিঙ্গাপুরের অনুমোদন ছাড়া সিঙ্গাপুরের কোন স্থায়ী বাসিন্দাকে বিয়ে করা যাবে না।
  • সিঙ্গাপুরে কাজ করার শুরুতে আপনাকে নিয়োগ কর্তার ঠিকানায় থাকতে হবে।
  • আপনাকে সবসময় মূল ওয়ার্ক পারমিট বহন করতে হবে।
  • কর্তৃপক্ষ কর্তৃক জারিকিত ওয়ার্ক পারমিট ভিসায় উল্লেখিত কাজে আপনাকে কাজ করতে হবে।

শেষ কথা

আশা করি, আপনাদেরকে বাংলাদেশে সিঙ্গাপুর ভিসা এজেন্টদের লিস্ট সম্পর্কে জানাতে পেরেছি।আমার মতে, আপনারা যারা সিঙ্গাপুর যেতে চান তারা অবশ্যই বৈধ ভিসায় সিঙ্গাপুর যাবেন। তাহলে কোন প্রকার সমস্যায় পড়বেন না। আর অবশ্যই স্কেল করার মাধ্যমে সিঙ্গাপুর যাবেন তাহলে অনেক বছর সিঙ্গাপুর থাকতে পারবেন। আজকের মত আলোচনা এই পর্যন্তই। আবার আপনাদের সাথে অন্য কোন পোস্টে অন্য কোন বিষয় নিয়ে আলোচনা করব। তাই আমাদের পাশে থেকে সহযোগিতা করুন।

Share this post with your friends

See previous post See Next Post
No one has commented on this post yet
Click here to comment

Please comment according to Blogger Mamun website policy. Every comment is reviewed.

comment url